Duare Sarkar Camp: জুলাই মাসেই দুয়ারে সরকার ক্যাম্প? ঘরে বসেই পাবেন একাধিক সরকারি পরিষেবা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। ঘরে বসেই পাবেন একাধিক সরকারি পরিষেবা৷ সূত্রের খবর, দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হতে চলেছে চলতি মাসেই। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে দুয়ারে সরকারের তারিখ ঘোষনা করা হয়নি। বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চাইলে দুয়ারে সরকারের ক্যাম্পে অবশ্যই যেতে হবে।

সাধারন মানুষকে দ্রুত এবং সহজে পরিষেবা প্রদান করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের সূচনা করেছিলো রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দ্রুত পরিষেবা পাচ্ছে জন সাধারন। আগে কোন সরকারি পরিষেবা পাওয়ার জন্য পঞ্চায়েত থেকে ব্লক অফিসে ছুটতে হতো দিনের পর দিন।এখন সেই সব সমস্যা থেকে জন সাধারন অনেকটাই মুক্তি পেয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। আবার শুরু হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্প।

দুয়ারে সরকার ক্যাম্পের গিয়ে বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য উল্লেখিত কাগজপত্রের প্রয়োজন।
১: বয়সের প্রমাণ পত্র
২: প্যান কার্ড
৩: আধার কার্ড
৪: ভোটার কার্ড
৫: নিজস্ব ব্যাঙ্ক একাউন্ট
৬: মোবাইল নম্বর
৭: পাসপোর্ট ছবি

আরও পড়ুনঃ এবার মহিলারা পাবেন ৫ হাজার টাকা, মমতা সরকারের নতুন প্রকল্প

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিম্নলিখিত সরকারি পরিষেবা গুলির সুফল পেতে পারেন।
কৃষক বন্ধু, জয় জোহার, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষশ্রী, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ইত্যাদি।

দুয়ারে সরকার ক্যাম্পের হেল্পলাইন …
18003450117/03322140152
ইমেল: duaresarkar@gmail.com