রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ভোট মিটতেই ডি এ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগে দীর্ঘদিন ধরে ডি এ বৃদ্ধির দাবিতে আন্দোলন চলেছে রাজ্যে। বেশ কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডি এ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার। জানা গেছে এবার সেই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।
আরও পড়ুন: বড় চমক, মানিকতলা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তৃণমূলের প্রাক্তনী
১ মে কার্যকর হওয়ার কথা ছিল নতুন ডি এ। কিন্তু জামাইষষ্ঠীর আগেই কার্যকর হল নতুন ডি এ। কেন্দ্রীয় সরকারের মতো ৪৬ শতাংশ ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে ধর্মতলায় আন্দোলন করেছেন সরকারি কর্মচারীরা। গত ডিসেম্বরে মমতা ঘোষণা করেছিলেন বর্ধিত ডি এর কথা। তখন জানানো হয়েছিল মে মাস থেকে কার্যকর করা হবে ডি এ।
এদিন রাজ্য সরকারের অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে মহার্ঘ্যভাতা বৃদ্ধির কথা। ডি এ বাড়লে রাজ্য সরকারি কর্মীরা ১৪ শতাংশ হারে ডি এ পাবেন।