Cyclone Remal: ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল! উপকূলে লাল সতর্কতা

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র! রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) স্থলভাগে প্রবেশ করার কথা। তার আগে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিবৃদ্ধি করে ভয়ঙ্কর আকার নিচ্ছে রেমাল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বর্তমানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। তা এগিয়ে আসছে স্থলভাগের দিকে।

ক্রমশ এগিয়ে আসছে ঘন্টায় ৭ কিমি বেগে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমশ প্রবল আকার নিয়ে গত ছ’ঘণ্টায় সাত কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে সেটি। রবিবার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে বাংলাদেশের মোংলার কাছে সেটি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।

রাজ্যের উপকূলে ও দুই ২৪ পরগণায় জারি লাল সতর্কতা

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ঘন্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সঙ্গে চলবে প্রবল বর্ষণ। রবিবার ও সোমবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঝড়ের প্রভাব সর্বোচ্চ থাকবে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের প্রভাব উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং চালিয়ে সতর্ক করছে প্রশাসন।