চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
রাজ্যে ধেয়ে আসছে সাইক্লোন দানা (Cyclone Dana)। সাইক্লোন (Cyclone Storm) নিয়ে আগাম সতর্কতা হিসাবে বুধবার ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের ৯ জেলার সমস্ত স্কুলে ও শিক্ষাঙ্গনে ছুটি (School Closed) ঘোষণা করলো পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। সেই সঙ্গে জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা।
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের জারি করা নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর রাজ্যের উপকূলে সাইক্লোন আছড়ে পড়তে পারে৷ যা জনজীবন ব্যহত করতে পারে। স্কুল পড়ুয়া শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করতে আগাম সতর্কতা স্বরূপ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া -এই ৯টি জেলায় ২৩ থেকে ২৬ অক্টোবর স্কুল ও পঠনপাঠন সংক্রান্ত সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়া দফতরের অভিমত অনুযায়ী, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে তা স্থলভাগে আছড়ে পড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। প্রাথমিক ভাবে বুধবার সন্ধ্যায় ঝড়ের বেগ ৪০-৫০ কিমি প্রতি ঘন্টা থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে। রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তা সর্বোচ্চ ১০০-১২০ কিমি প্রতি ঘন্টা থেকে ১২০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছে যেতে পারে।