Adhir Ranjan Chowdhury: ‘শয়তান …’ কাকে আক্রমণ করলেন অধীর রঞ্জন চৌধুরী?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

‘তৃণমূল শয়তানের দল’ – এভাবেই রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। তৃণমূল নির্বাচনে জোর করে জয় পায় বলেও মন্তব্য করেছেন তিনি। অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) বলেছেন, ‘ নির্বাচন হোক বা না হোক যে কোন পরিস্থিতিতে আমরা বাংলায় নৈরাজ্যের মুখোমুখি হচ্ছি।’

প্রসঙ্গত, বাংলার আইনশৃঙ্খলা প্রসঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। চিঠিতে অধীর চৌধুরী সরাসরি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলির প্রতি সহানুভূতিশীল নন। বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের নেতা – কর্মীদের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। বাংলায় আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে বলে রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন অধীর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অধীরের এই দাবিকে সমর্থন করেছে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৯/৭/২০২৪

প্রদেশ কংগ্রেস(Congress) সভাপতি বলেছেন, ‘লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় কিছুক্ষেত্রে ভোট শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু সেটা রাজ্যের সব জায়গায় নয়। অনেকক্ষেত্রে আমাদের সমর্থকদের ভোট দিতে দেওয়া হয়নি। বিভিন্নক্ষেত্রে বিরোধী দলের এজেন্টদের মারধর করা হয়েছে। জলপাইগুড়িতে আমাদের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ এরপরই তৃণমূলকে ‘শয়তানের দল’ বলে অভিহিত করেন অধীর। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।