Class Five in Primary: আসন্ন ২০২৫ সালের শিক্ষাবর্ষ থেকেই পঞ্চম শ্রেণি হতে চলেছে প্রাথমিক শিক্ষার (Primary Education) অধীন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ থেকে ২,৩৩৫টি প্রাথমিক স্কুলে (Primary School) পঞ্চম শ্রেণি যোগ করা হবে (Class Five in Primary)। স্কুলগুলির (Primary School) তালিকাও প্রকাশ করা হয়েছে।
দেশের বিভিন্ন রাজ্যে প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। পশ্চিমবঙ্গে ২০১৮-১৯ সালে শুরু হয়েছিল পঞ্চম শ্রেণিকে প্রাথমিক শিক্ষার অধীনে আনার প্রক্রিয়া। বিগত কয়েক বছরে প্রায় ১৮ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করা হয়েছে। এবার বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ থেকে ২,৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যোগ করা হবে। এই বিষয়ে জেলা শিক্ষা দপ্তর ও প্রাথমিক স্কুলগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্কুলগুলির তালিকাও প্রকাশ করা হয়েছে।
আসন্ন শিক্ষাবর্ষ হতে কলকাতার ৫২টি, বাঁকুড়ার ৪৫টি, বীরভূমের ১১৯টি, কোচবিহারের ২৫টি, দক্ষিণ দিনাজপুরের ১৭টি, হুগলির ১০৮টি, হাওড়ার ১৪৫টি, জলপাইগুড়ির ২৭টি, মালদহের ২২৯টি, মুর্শিদাবাদের ৪৬৭টি, নদিয়ার ১৪০টি, উত্তর ২৪ পরগনার ১৯৮টি, পশ্চিম মেদিনীপুরের ৬৫টি, পূর্ব বর্ধমানের ৮৩টি, পূর্ব মেদিনীপুরের ৬১টি, পুরুলিয়ার ২৪টি, উত্তর দিনাজপুরের ৭৯টি, দক্ষিণ ২৪ পরগনার ৩২৭টি এবং পশ্চিম বর্ধমানের ৮৭টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যোগ করা হবে। এর ফলে এখন থেকে সব মিলিয়ে প্রায় ২০ হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিতে পাঠদান চলবে।