Civic Volunteer: মমতা সরকারের পুরস্কার! সিভিকদের জন্য বড় ঘোষণা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। পুজোর আগেই পুজোর উপহার! বৃদ্ধি করা হল সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) পুজোর বোনাস। বুধবার নবান্নের তরফে জারি করা নোটিশে এই ঘোষণা করা হয়েছে।

কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ২০২২-২৩ সালে পুজোর বোনাস বাবদ পেয়েছিলেন ৫৩০০ টাকা। এই বছর পুজোর আগেই নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাড-হক বোনাস বাবদ মোট ৬০০০ টাকা করে পাবেন তাঁরা। সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি পেল ৭০০ টাকা। গত বছরেই এই বোনাসকে কেন্দ্র করে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রথমে সিভিক ভলান্টিয়ারদের বোনাস ছিল ২০০০ টাকা। গত বছর তা বৃদ্ধি করা হয়। সেই সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা ৫ হাজার টাকা পাচ্ছেন এবং জেলার সিভিক ভলান্টিয়াররা ২ হাজার টাকা পাচ্ছেন বোনাস হিসাবে। বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ করেন তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিভেদ সৃষ্টির অভিযোগ আনেন ও একই অঙ্কের বোনাস পান রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়াররা।

কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এখন উত্তাল। নাইট ডিউটিরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার অভিযোগে একজন সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের কার্যকলাপ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। বিরোধীরা সিভিক ভলেন্টিয়ারদের শাসক দলের ‘ক্যাডার’ বলেও কটাক্ষ হেনেছেন। রাজ্যের সমস্ত থানাগুলির অধিনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে তথ্য তলব করেছে লালবাজার। এই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে।