রাস্তা থেকে প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষকে(Sandip Ghosh) আটক করেছে সিবিআই(CBI)। বেশ কয়েকবার সিবিআই(CBI) এর তরফে আরজি করের(RG Kar) প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে(Sandip Ghosh) নোটিশ দেওয়া হচ্ছিল। তিনি বারেবারে হাজিরা এড়াচ্ছিলেন, এমনটাই জানা গিয়েছে। এরপরেই রাস্তা থেকে সিবিআই(CBI) অফিসাররা সন্দীপ ঘোষকে তুলে নিয়ে সোজা চলে যায় সিজিও কমপ্লেক্সে(CGO Complex)।
শুক্রবারে সন্দীপের আইনজীবী কলকাতা হাইকোর্টে পুলিশি নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন। তার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি তো প্রভাবশালী। রাজ্যকে বলুন ৫০০ পুলিশ দিয়ে দেবে। না হলে আদালতে আসুন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিচ্ছি।’ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তিনি ইস্তফা দেওয়ার পরেও রাজ্য সরকার তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়।যা নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ শুরু করেন।
আরজি করের(RG Kar) মহিলা তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তদন্তভার নিয়েছে সিবিআই(CBI)। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতেই গিয়েছে তদন্তের দায়িত্ব। আর তারপর থেকেই জোরদার তদন্ত শুরু হয়েছে। বারবার এই সন্দীপ ঘোষের নাম উঠে এসেছে। বিভিন্ন সূত্র মারফত সন্দীপ ঘোষের বহু ‘কুকীর্তির’ কথা সামনে ফাঁস হয়েছে। এবার সেই সন্দীপ ঘোষকে সি বি আই এর তরফে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বারবার হাজিরা এড়ান বলেই জানা যায়। শুক্রবার দুপুর নাগাদ রাস্তা থেকে সিবিআই অফিসাররা সন্দীপকে আটক করে নিয়ে সোজা চলে গেলেন বিধাননগরের সিজিও কমপ্লেক্সে।সেখানেই তাকে জেরা করা হবে।