বিক্রম ব্যানার্জী: আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুনানি চলছে আদালতে। অভিযুক্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তাকে জেলের রুদ্ধ দ্বার কক্ষে বসে শুনানিতে অংশগ্রহণ করার শর্তসাপেক্ষ নির্দেশ দিয়েছে আদালত। এহেন আবহে CBI নাকি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আরজি কর কান্ডের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেই দাবি করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। নিজের X হ্যান্ডেল থেকে মামলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথির স্ক্রিনশট আপলোড করেছেন নীলাঞ্জন।
সোশ্যাল হ্যান্ডেলে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে মামলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথির স্ক্রিনশট দিয়ে তৃণমূল নেতা লেখেন, ‘সঞ্জয় রায়ের শুনানি আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় বড়সড় মোড় নিল! সঞ্জয় রায়ের চুলের নমুনা এবং অন্যান্য ফরেন্সিক নমুনা তথ্য প্রমান হিসেবে পেশ করেছে সিবিআই। যা সঞ্জয় রায়ের স্বীকারোক্তির সাথে হুবহু মিলে যাচ্ছে। এই ফরেন্সিক তথ্য প্রমাণ এবং বিচার প্রক্রিয়া থেকে এটাই প্রমাণ হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই এগোচ্ছিল।
সঞ্জয় রায়ের আইনজীবীদের কাজ বর্তমানে আরও জটিল হয়ে গেল। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সঞ্জয় রায়ের আইনজীবীরা তাদের পরিকল্পনা পাল্টাতে পারেন। সিবিআইয়ের হাতে এত প্রমাণ থাকায় মক্কেলের মুক্তির দাবির বদলে তারা সাজা কমানোর দাবি জানাতে পারেন। সিবিআইয়ের এই তদন্তের উল্লেখযোগ্য প্রভাব পড়বে। যা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক দিক থেকে লাভবান করবে।’
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় বারংবার অভিযোগ উঠেছে ফরেন্সিক পরীক্ষা নিয়ে। অভিযোগ ছিল, নমুনা সংগ্রহের বেশ কয়েকদিন পরে তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। যার ফলে ফরেন্সিক কর্মীদের সাক্ষ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের 3 বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিভিন্ন বায়োলজিক্যাল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তি অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে সিবিআই।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে জামা মসজিদের সমীক্ষা ঘিরে তুমুল সংঘর্ষ! মৃত 4, বন্ধ স্কুল-ইন্টারনেট