Durga Puja: মুখ‍্যমন্ত্রী পুজো অনুদান বাড়াতেই মামলা হাইকোর্টে, এদিকে ধুমধাম করে পুজো প্রস্তুতি বিজেপির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: দুর্গাপুজোর(Durga Puja) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর খুব বেশি দেরি নেই। আর দুর্গাপুজো(Durga Puja) মানেই আপামর বাঙালির আনন্দে মেতে ওঠার পালা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দুর্গাপুজো(Durga Puja)আয়োজক ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গত বছর ৭০ হাজার টাকার সরকারি অনুদানের পরিমাণ বাড়িয়ে ৮৫ হাজার টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই দুর্গা পুজো আয়োজক ক্লাবগুলি যথেষ্ট উৎসাহিত হয়েছে।

এবার মুখ্যমন্ত্রীর পূজো অনুদান(Puja Donation) বাড়িয়ে দেওয়ার বিষয়টিকে নিয়ে হাইকোর্টে(High Court)জনস্বার্থ (PIL) মামলা দায়ের হয়েছে। মামলাকারী সৌরভ দত্ত কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছেন, সরকারি করের টাকায় দেওয়া এই অনুদান পূজোয় কিভাবে খরচ করছে ক্লাবগুলো, তা খতিয়ে দেখুক আদালত। পাশাপাশি, মামলাকারীর আবেদন, আদালতের গাইডলাইন মেনে ক্লাবগুলো এই সরকারি টাকা দুর্গাপুজোর সময় খরচ করছে কিনা, তার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হোক। এই জনস্বার্থ মামলার শুনানি এখনো শুরু হয়নি। আগামী সপ্তাহে এই জনস্বার্থ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবার বিজেপি দুর্গাপুজো(BJP Durga Puja)করার জন্য রীতিমত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১৮ টি আসনে জয়লাভ করার পর একুশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট জাকজমক ধুমধাম করে সল্টলেকের Eastern Zonal Cultural Center বা EZCC তে দুর্গাপুজোর আয়োজন করে বঙ্গ বিজেপি। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু ২০২১-এ বিজেপির স্বপ্ন পূরণ হয়নি। প্রত্যাশা মত ফল না করায় বিজেপির অন্দরে একটা হতাশা তৈরি হয়েছিল। তারপর থেকে পরপর দুই বছর খুব সাধারনভাবেই পূজো করা হয়। সেই অর্থে ধুমধাম দেখা যায়নি। একুশের বিধানসভা নির্বাচনের আগে বাঙালি আবেগকে হাতিয়ার করে রাজ্য দখলের লক্ষ্যে বিজেপি সেই সময় প্রস্তুতি নিয়েছিল। কিন্তু স্বপ্ন পূরণ না হওয়ায় দলের অন্দরে দুর্গাপুজো করার ক্ষেত্রে সেই জাঁকজমক করতে নিরুৎসাহিত হয়ে পড়েন তারা। তবে সাধারণভাবেই দুর্গাপূজো করা হয়।

আরও পড়ুনঃ IRCTC নতুন উদ্যোগ, One India One ticket

আবার এবার ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে জানা যাচ্ছে, ফের পশ্চিমবঙ্গ বিজেপির জাঁকজমক করে দুর্গাপুজো আয়োজন করতে চলেছে। EZCC তেই এই দুর্গাপূজার আয়োজন করা হতে পারে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই EZCC তে দুর্গাপুজো আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু EZCCর সংস্কারের কাজ চলছে। যদি সেখানে না সম্ভব হয়, তাহলে উল্টোদিকে ঐক্যতানে পুজোর আয়োজন করতে পারে বিজেপি। এক্ষেত্রে ফের বিজেপির তরফে বেশ ধুমধাম সহকারে জাঁকজমক করে ফের দুর্গাপুজো শুরু হতে পারে।