বরানগরে চলছে উপনির্বাচন, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ধাক্কাধাক্কি তন্ময়ের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আজ গোটা দেশে চলছে শেষ দফার লোকসভা নির্বাচন। সপ্তম দফার লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের মানুষের চোখ আজ বরানগরে। কারণ সপ্তম দফার ভোটের সঙ্গেই আজ বরানগরে চলছে উপনির্বাচন। বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়। কিছুদিন আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। বরানগর উপনির্বাচনে এবার তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে সিপিএম এবং বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তন্ময় ভট্টাচার্য এবং সজল ঘোষ। আর সেই উপ নির্বাচনকে কেন্দ্র করেই সকাল থেকেই উত্তপ্ত বরানগর।

এদিন সকালে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে গিয়েছিলেন। সেখানেই ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। দুজনের মধ্যে তুমুল বচসা হয়। পরে দুই দলের কর্মী – সমর্থকরা সরিয়ে দেন তন্ময় এবং শান্তনুকে।

সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য অভিযোগ করেছেন, তিনি ব্রহ্মানন্দ কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তৃণমূল কাউন্সিলর তাকে দেখে বলেন – ‘আপনি এখানে কেন?’ পাল্টা তন্ময় বলেন – ‘আমি প্রার্থী, আমি আসতেই পারি। আপনি এখানে কী করছেন?’ এরপর শাসক দলের কাউন্সিলর তন্ময়ের উদ্দেশ্যে ‘চোর, চিটিংবাজ’ বলে স্লোগান দেন। বচসা শুরু হতেই দু – দলের কর্মী সমর্থকরা ভিড় করেন। তাদের মধ্যেও বাদানুবাদ হয়। এরপরই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তন্ময় এবং শান্তনু। পরে দলের কর্মীরাই সরিয়ে নিয়ে যান তাদের।