লোকসভা ভোট, বরানগরে উপনির্বাচনের (By-Election) পরে আরও এক ভোটের দামামা বেজে গেল রাজ্যে। জানা গেছে দেশের সর্বোচ্চ আদালতে মানিকতলা (Maniktala) বিধানসভায় উপনির্বাচনের (By-Election) জন্য দিনক্ষণ জানিয়েছে কমিশন। এব্যাপারে তারা মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে।
কয়েকবছর আগে মারা যান মানিকতলা এলাকার বিধায়ক সাধন পান্ডে। এরপর দীর্ঘ দু বছর কেটে গেলেও নতুন বিধায়ক নির্বাচিত হয়নি। এর কারণ অবশ্য আইনি জটিলতা। কারণ সাধন পান্ডের মৃত্যুর পরে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।
জানা গেছে কল্যাণ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দাখিল করা এই মামলার পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এবার হয়তো ভোট হবে মানিকতলায়। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এই কেন্দ্রে টানা বিধায়ক ছিলেন সাধন পান্ডে।