Dilip Ghosh: দিলীপ-শুভেন্দু মিষ্টিমুখ! সামনে এলো ‘মিষ্টি’ খবর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: লোকসভা ভোটের পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ অভিমান ঝরে পড়েছিল দিলীপের গলায়। ২৪ এর নির্বাচনে জেতা আসন মেদিনীপুর থেকে বদলে বর্ধমান- দুর্গাপুরে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। গেরুয়া শিবিরের নেতৃত্বের সেই নির্দেশমতো বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রে লড়াই দিলেও শেষ পর্যন্ত জিততে পারেননি। হেরে যান বিজেপির(BJP) প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আর তারপরেই দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তার ক্ষোভ ঝরে পড়ে।

এবার বৃহস্পতিবার ১ আগস্ট দিলীপ ঘোষের জন্মদিন(Dilip Ghosh Birthday)উপলক্ষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) ঘরে বার্থডে সেলিব্রেশন হয়। দিলীপ ক্ষুব্ধ হয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যখন বিষোদগার করেছিলেন, তখন অনেকেই বলেন, শুভেন্দুর দিকেই তিনি আঙুল তুলেছিলেন। কিন্তু দিলীপ কারো নাম করেননি। সে যাই হোক, সেটা এখন অতীত। এবার দিলীপের জন্মদিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে বিধানসভার বিরোধী দলনেতার ঘরেই পালিত হলো জন্মদিন।

দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে মিষ্টি মুখ করালেন শুভেন্দু। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল থেকে শুরু করে সমস্ত বিধায়করা। দিলীপের জন্মদিন পালনের পর সকলেই মিষ্টিমুখ করেন। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে দাঁড়িয়েই দিলীপ ঘোষ জানিয়ে দেন, রাজ্যে তৃণমূলকে সরাতে পারে একমাত্র বিজেপি।

আরও পড়ুনঃ এবার জমিরও হবে ‘আধার কার্ড’! জানুন রয়েছে কী কী সুবিধা

বিধানসভায় দাঁড়িয়ে দিলীপ বলেন, বিধানসভার স্পিকার বিজেপি বিধায়কদের সঙ্গে দ্বিচারিতা করছেন। পাশাপাশি জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত থেকে তার এই দিনটা খুব ভালোই কাটল বলে জানান। সকলের উপস্থিতিতেই দিলীপ ঘোষ জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হটাতে গেলে একমাত্র বিকল্প হল বিজেপি।