‘ভুয়ো’ ছড়াছড়ি, ফাঁকফোকর খুঁজতে মাঠে নামছে বিজেপি

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

images 1 27

নিসর্গ নির্যাস মাহাতো: ষষ্ঠ দফার নির্বাচন শেষ। এরই মাঝে মেজাজ হারিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই হিরণ দাবি জানিয়েছেন, কেশপুরে পুনরায় নির্বাচনের। কিন্তু ভোটের আগে বিজেপিকে পড়তে হয়েছে ‘ভুয়ো’র খপ্পরে। ফাঁকফোকর খুঁজতে মাঠে নামছে গেরুয়া শিবির।

মেদিনীপুর কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী ঘোষণার সময় শোনা গিয়েছিল, মেদিনীপুরে নাকি হাত গুটিয়েছে দিলীপ ঘোষ অনুগামীরা। পরেও একাধিকবার এই অভিযোগ উঠেছিল। যদিও অফিসিয়ালি এই অভিযোগ ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছিল গেরুয়া শিবির।ভোটের আগের দিনে মেদিনীপুর জুড়ে ভাইরাল হয়েছিল আরএসএস নামাঙ্কিত একটি রঙিন খোলা চিঠি। তাতে লেখা ছিল, মেদিনীপুরে অগ্নিমিত্রা পালের সমর্থন করবে না সঙ্ঘ। মেদিনীপুরের বিজেপি প্রার্থী পুরানোদের নিয়ে কাজ করছেন না। পরাজয় প্রায় নিশ্চিত। ওই চিঠির সত্যতা যাচাই করেনি জিএনই বাংলা ডট কম। এরপরেই আরএসএস মেদিনীপুর শাখার নামাঙ্কিত একটি প্রেস বিবৃতি ভাইরাল হয়। তাতে লেখা ছিল, সঙ্ঘ কোনও রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। রঙিন খোলা চিঠিটি ভুয়ো। আইনি পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে সঙ্ঘের ওই বিবৃতিতে। যদিও ওই বিবৃতির সত্যতা যাচাই করেনি জিএনই বাংলা ডট কম।

অন্যদিকে, দিলীপ ঘোষের নামে ভোটের আগের রাতে একটি অডিও ভাইরাল হয়। তাতে শোনা যাচ্ছে, দু’জনের কথা। একজন বলছেন, আর্ধেক সময় ডাকা হয় না। যখন ডাকা হয় তখন আয়োজন থাকে না। সাইড করে দেওয়া হচ্ছে। এর উত্তরে একজন বলেন, সাজানো বাগ পেয়েছিল। এখন ওর লবির প্রার্থীকে জিতিয়ে দেখাক। মেদিনীপুরে তৃণমূলের জয় নিশ্চিত। এখানে একটা পাতা নড়লেও দিলীপ ঘোষ জানতে পারেন। উল্লেখ্য, ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি জিএনই বাংলা ডট কম। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অডিও ক্লিপটি ভুয়ো, এই কাজ আইপ্যাকের। পাল্টা দিলীপ ঘোষের বলে বিজেপি একটি অডিও ক্লিপ প্রচার করে। বলা হয়েছে, কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বার্তা। সেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, টিএমসি যত হারছে তত চালাকি করছে। আমার নামে একটি নকল ভয়েস বিভ্রান্ত করতে ছড়ানো হচ্ছে। বিভ্রান্ত না হয়ে তৃণমূলকে পরাজিত করুন। ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, তৃণমূলের মনোবল ভেঙেছে তাই এই ধরনের নোংরামি করছে। ওই অডিও ক্লিপটিরও সত্যতা যাচাই করেনি জিএনই বাংলা ডট কম।

এদিন ভোটের সময় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী শ্যামের বাঁশি বাজাচ্ছিল। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, তৃণমূল-পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বসে বৈঠক করেছে। ম্যাচ ফিক্সিং চলছে। অগ্নিমিত্রা পাল বলেছেন, দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে বাংলার পুলিশ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, বিজেপির দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর।

এরই মাঝে জল্পনা ছড়িয়েছে, তমলুক ও কাঁথি লোকসভা আসনে বিজেপি জিতলে যেন রাজ্যের বিরোধী দলনেতার থেকে অপসারণ করা হয় শুভেন্দু অধিকারীকে- এই দাবি তুলে নাকি কেন্দ্রীয় নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করতে চায় দিলীপ ঘোষ অনুগামীরা। বিজেপির দাবি, এটিও ভুয়ো।

সব মিলিয়ে ভোট ফুরোলে ‘ভুয়ো’ ও ফাঁকফোকর খুঁজতে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।