Mamata Banerjee: ‘বিজেপি রাজ্য ভাগের অপচেষ্টা করছে’ – তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

সমীর দাস কলকাতা : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে তিনি বলেন, বিজেপি(BJP) আবার বাংলা ভাগের চেষ্টা শুরু করেছে।

তিনি আরও বলেন, “একদিকে অর্থনৈতিকভাবে বাধা, ভৌগলিকভাবে বাধা দিচ্ছে। বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে।” কিন্তু কোনোভাবেই ওরা সফল হবে না। আমরা বাংলা ভাগ হতে দেবো না।

আরও পড়ুনঃ কোথাও ছুটতে হবে না, ঘরে বসেই করে ফেলুন রেশনের যাবতীয় কাজ, জেনে নিন

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। তবে তিনি প্রতিবাদ জানিয়ে মিটিং থেকে চলে আসবেন বলেই জানিয়েছেন। তিনি বলেন, “এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য মিটিং-এ থাকব। আমাকে ভয়েস রেকর্ড করতে দিলে করব, নাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসব।” উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাটের বিজেপি(BJP) সাংসদ সুকান্ত মজুমদার দাবি করেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের অংশ করে দেওয়া হোক। এছাড়াও বিজেপি(BJP) সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, মুর্শিদাবাদ, মালদহ ও বিহারের তিনটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। এই দাবির প্রতিবাদে সমস্ত বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে প্রতিবাদ জানিয়েছে।