Bharati Ghosh: ভারতী ঘোষ তৃণমূলে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই

Published On:

নিসর্গ নির্যাস মাহাতো: বরাবর তিনি পরিচিত মেজাজী নামে। ‘মেজাজ’ বলতে যাকে বলে ‘রাজার মেজাজ’। একসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বুকে’ নাম ছিল ভারতীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে সম্বোধন করে জড়িয়ে ছিলেন বিতর্কে। তারপর মাঝে এল অভিমান- ইগো। সেই ভারতী ঘোষ (Bharati Ghosh) সবুজ শিবিরে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই।

আরও পড়ুনঃ ফুটপাত দখল করা দোকান ভাঙা হচ্ছে, রাজনীতি ও ধর্মের নামে জবরদখল জায়গার কী হবে?

বিজেপি শিবিরে যোগ দেওয়ার পরে ভারতী ঘোষ প্রার্থী ও হয়েছিলেন। পেয়েছিলেন গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ পদ। তারপর বয়ে গিয়েছে অনেক জল। লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গিয়েছিল, নাম রয়েছে অগ্নিমিত্রা পলের।

ভারতী ঘোষকে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না। সূত্রের খবর, ভারতী ঘোষ নাকি দলের একাংশের ওপর বেশ ক্ষুব্ধ। গুঞ্জন ছড়িয়েছে, গেরুয়া শিবির ছাড়তে পারেন ভারতী ঘোষ।

সেই ভারতী তৃণমূলে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই। বিধানসভা উপনির্বাচনে সবুজ শিবিরের প্রার্থী হলেও অবাক হওয়ার কিছু নেই।