Bankura Medical: আর জি কর কাণ্ডের(RG Kar Case) পর গোটা দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে। গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা সহ ১০ দফা দাবি নিয়ে ধর্মতলায় অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এরইমধ্যে বাঁকুড়া মেডিক্যালের(Bankura Medical) লেডিজ হোস্টেলের একটি ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। বাঁকুড়া মেডিক্যাল কলেজের লেডিস হোস্টেলের(Bankura Medical College Ladies Hostel) শৌচালয় থেকে অশালীন অবস্থায় আটক করা হয়েছে এক যুবককে। এই ঘটনায় বাঁকুড়া মেডিক্যালের ছাত্রীরা যেমন আতঙ্কিত তেমনই তারা যথেষ্ট ক্ষুব্ধ। তাদের বক্তব্য ‘নিরাপত্তার এই হাল হলে বাঁকুড়া মেডিক্যালেও যে কোন দিন আর জি করের মতো ঘটনা ঘটবে।’
আরও পড়ুনঃ মা দুর্গার সামনে প্রায় উন্মুক্ত স্তন, মডেলের ছবি ভাইরাল, বিতর্ক তীব্র সমাজমাধ্যমে
ঘটনার কথা জানাজানি হতেই বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডুকে ঘেরাও করা হয়। তিনি জানান, ‘হাসপাতালে প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’ এই ঘটনা প্রসঙ্গে বাঁকুড়া মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, ওই যুবক এর আগেও নিজেকে আবাসিক পড়ুয়া দাবি করে হোস্টেলে ঢোকার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুনঃ Midnapore Durga Puja: সেরা পুজো রবীন্দ্রনগর সর্বজনীন, শিল্পেই সম্মান শিল্পীদের
লেডিজ হোস্টেলের আবাসিকরা এই ঘটনার পর ক্ষুব্ধ। তাদের প্রশ্ন ডাক্তারি পড়তে এসেও নিরাপত্তাহীনতায় কেন ভুগতে হবে তাদের? পুলিশের তরফে অবশ্য ওই যুবককে আটক করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।