Bangladeshi Infiltrators: চোরাপথে ভারত ছাড়ার পরিকল্পনা, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দালালসহ বাংলাদেশী অনুপ্রবেশকারী

Published On:

বিক্রম ব্যানার্জী: মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী(Bangladeshi Infiltrators)। তার সাথেই আটক করা হয়েছে দুই ভারতীয় দালালকেও। সূত্রের খবর, বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা ওই ব্যক্তির নাম সইদুল শেখ(Bangladeshi Infiltrators)।

বিগত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলায় একের পর এক বাংলাদেশি গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। এবার সেই তালিকায় নাম জড়াল আরও এক বাংলাদেশির। পুলিশ সূত্রে খবর, সইদুল নামক ওই বাংলাদেশী ব্যক্তিকে চোরাপথে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিল 2 ভারতীয় দালাল। জানা গিয়েছে ধৃতরা রানিনগর ও বৈষ্ণব নগরের বাসিন্দা।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলায় রেকর্ড হারে বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদের রানিতলা এলাকা থেকে গত অক্টোবরে 40 জন অবৈধ বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, তারা প্রত্যেকেই দক্ষিণ ভারতে কর্মরত ছিলেন। চোরাপথে পুলিশের নজর এড়িয়ে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন তারা। খবর পেয়ে অনুপ্রবেশকারীদের গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। এরপরই হাতেনাতে ধরা পড়েন ওপার বাংলার অনুপ্রবেশকারীরা। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গত 1 মাসে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর মিলিয়ে 70 জন অবৈধ বাংলাদেশি পুলিশের জালে ধরা পড়েছে।

আরও পড়ুন: অসাধ্য-সাধন! শ্রীলঙ্কার ম্যাচে দশ যুগ আগের রেকর্ড ছুঁয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার