Arup Biswas: বাংলায় বিদ্যুৎ বিপর্যয়ের কোনও সমস্যা নেই! দাবি রাজ্যের বিদ্যুৎমন্ত্রীর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Arup Biswas: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ের কোনও সমস্যা নেই। এখানে এক সেকেন্ডের জন্যও লোডশেডিং হয় না। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর অধিবেশন চলাকালীন, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বুধবার এমনটাই দাবি করেছেন বলে জানা গিয়েছে। এদিন প্রথমে বিধানসভায় একজন বিজেপি বিধায়ক তাঁর এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়টি তুলে অভিযোগ করেন। এ বিষয়েই মন্ত্রী বলেন, অনেক সময় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে বিদ্যুৎ পরিষেবা বাধ্য হয়েই বন্ধ রাখতে হয়। এটাকে লোডশেডিং বললে হবে না। তিনি সংসদে আরও দাবি করেন যে বাংলাই দেশের একমাত্র রাজ্য, যেখানে এক সেকেন্ডের জন্যও লোডশেডিং হয় না।

আরও পড়ুন: Humayun Kabir: বিধানসভায় ঢুকতেই মমতার রোষের মুখে হুমায়ুন কবীর! ছাঁটাই হচ্ছেন?

Arup Biswas: বাংলায় সবচেয়ে সস্তা বিদ্যুৎ

এদিন বিধানসভায়, রাজ্যের মানুষকে সবচেয়ে সস্তা বিদ্যুৎ দেওয়ার দাবিও করেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি উল্লেখ করেছেন যে:

  1. বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিদ্যুতের দাম প্রতি ইউনিট 7.64 টাকা।
  2. কেরালা এবং পাঞ্জাবে এটি প্রতি ইউনিট 7.16 টাকা।
  3. যেখানে বাংলায় প্রতি ইউনিট 7.12 টাকা।

বাংলায় দুর্গা পুজো এবং কালী পুজোর আয়োজন নিয়েও কথা বলেন মন্ত্রী। এদিন অরূপ বিশ্বাস দাবি করেছিলেন যে এবার WBSEDCL এবং CESC দেশের 62 হাজার দুর্গা পূজা মণ্ডপে বিদ্যুৎ সরবরাহ করেছে। রাষ্ট্র সংযোগ দেওয়া হয়েছে। দুর্গাপুজোয় ব্যাঘাত ঘটেনি। নির্বিঘ্ন সহকারে রাজ্যে এত বড় পুজোর আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ সরবরাহের দিক থেকে রাজ্য এখন চিন্তা মুক্ত বলেই দাবি তাঁর।

এদিকে গত মে মাসের খবর অনুযায়ী, সে সময় প্রচণ্ড গরমের দাপটে শহর থেকে শহরতলি, গরম বাড়তেই সর্বত্র বিদ্যুৎ বিভ্রাটের ছবি দেখা গিয়েছিল। রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছেন বাংলার মানুষ। অনেকেই অভিযোগ করছিলেন যে এসি-র বাড়বাড়ন্তই এই লোডশেডিং-এর আসল কারণ। কেউ কেউ আবার বিদ্যুৎ দফতরের গাফিলতি নিয়েও তোপ দাগতে ছাড়েনি।

অথচ সংবাদ মাধ্যমের তথ্য বলছে, রাজ্যে যে সব তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তা থেকে মোট প্রায় 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বাকি বিদ্যুৎ চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলি থেকেও কিনতে পারে রাজ্য। খোলা বাজার থেকেও বিদ্যুৎ কিনে সরবরাহ করা হয় এই রাজ্যে। তা সত্ত্বেও এত লোডশেডিং ঘুম কেড়েছিল রাজ্যবাসীর। যাই হোক, এখন আর গরমের লেশমাত্র নেই। লোডশেডিংও তুলনামূলক কম হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎমন্ত্রীর (Arup Biswas) মন্তব্যেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আশা করা হচ্ছে, আসন্ন গরমে আর অসুবিধা হবে না।