WB Recruitment Corruption: প্যারোলে অর্পিতাকে মুক্তি দিল আদালত, জেলবন্দি রইলেন পার্থ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: মায়ের মৃত্যু হওয়ায় আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি(WB Recruitment Corruption Case) মামলায় গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা(Arpita Mukherjee)। তবে এই জেল মুক্তির মেয়াদ মাত্র 5 দিনের জন্য মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার আদালতের অনুমতিতে স্বল্প মেয়াদে হলেও কারাবাস থেকে অর্পিতার(Arpita Mukherjee) মুক্তির খবরে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে বান্ধবী জেল থেকে ছাড়া পেলেও জামিন হয়নি পার্থর। প্রাক্তন শিক্ষা মন্ত্রীর জামিনের প্রতিটি আবেদন খারিজ করেছেন বিচারপতিরা।

মায়ের মৃত্যুর পর জামিনের আবেদনের ভিত্তিতে মাত্র 5 দিনের শাস্তির ছুটি মঞ্জুর হওয়ায় অর্পিতার জীবনে যে দীর্ঘ অপ্রাপ্তি পূরণের স্বাদ ফিরবে একথা বলাই যায়। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 23 জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে অর্পিতার টলিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করে। যা গুনতে মেশিন আনতে হয়েছিল ইডি অফিসারদের। যেই দৃশ্য স্মরণীয় হয়ে আছে রাজ্যবাসীর মনে।

টলিগঞ্জ ছাড়াও অর্পিতার বেলঘরিয়ার ফ্লাটে আচমকা হানা দেয় ইডি। দীর্ঘক্ষণ তল্লাশির চালানোর পর উদ্ধার করা হয় নগদ 27 কোটি 90 লক্ষ টাকা, বেশকিছু বিদেশি মুদ্রা ও বহুমূল্য সোনা গয়না। অর্পিতার টলিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে মোট 49 কোটি 80 লক্ষ নগদ ও 5 কোটি 8 লক্ষ টাকার গয়না উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। যার উৎস সম্পর্কে কোনও সঠিক তথ্য দিতে পারেনি অর্পিতা মুখোপাধ্যায়। সেই সাথে উদ্ধার করা বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল সেই বিষয়ে বহিষ্কৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনিও কোনও সদুত্তর দিতে পারেননি। বরং এই অর্থ তার নয় বলেই জানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা।

আরও পড়ুন: বাবর-রিজওয়ানদের জামানা শেষ! টি-টোয়েন্টিতে এক লাফে 69 ধাপ এগিয়ে 3 নম্বরে ভারতের তিলক বর্মা