RG Kar Case: প্রতিবাদ করলেই খারাপ! কুণালের কটাক্ষের মুখে প্রতিবাদী অরিজিৎ সিং

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

দল এবং সরকারের পক্ষে একের পর এক বক্তব্য পেশ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাম্প্রতিক আবহে যখন আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য একেবারে উত্তাল, নাগরিক সমাজের বিভিন্ন পেশার মানুষজন সরকারকে বিধে বিভিন্ন মন্তব্য করছেন, ঠিক তখনই দল এবং সরকারের পাশে দাঁড়িয়ে ডিফেন্ড করে পাল্টা যুক্তি খাড়া করে বুঝিয়ে দিচ্ছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ মমতার নাম নিয়ে মাস্তানি, মুখ খুললেন কুনাল ঘোষ

আরজি করের ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পরে সংগীত শিল্পী অরিজিৎ সিং গান গেয়ে প্রতিবাদ করেছেন। বেশ কিছুদিন আড়ালে থাকার পর তিনি সরব হলেন কেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু সেসব গায়ে না মেখে, “কন্ঠ কবে শক্তি পাবে, চিত্ত কবে স্বাধীন হবে”… এই গানটির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন অরিজিৎ। আর এবার অরিজিৎ সিংকে কটাক্ষ করে কুণাল ঘোষ মন্তব্য করেছেন।

কুণাল সোশ্যাল মিডিয়া পোস্টে অরিজিৎকে বুঝিয়ে দিলেন, তিনি এসব কলকাতায় থেকেই করতে পারছেন। মুম্বইয়ে গিয়ে সম্ভব হবে না। তাই তিনি প্রকাশ্যে লিখলেন, “অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটি ভালো। তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল, বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়েও হয় না। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ”।

যদিও কুণালের মন্তব্য প্রসঙ্গে অরিজিৎ কিছু বলেননি। বাংলাকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে যা মুক্তি পেতে চলেছে। সেখানে কোথাও মিথ্যা বিদ্বেষ ছড়ানো একটি ছবি রাজ্যের নাম খারাপ করতে পারে, এই প্রসঙ্গে বলেন, “বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে। বাংলা ছবির জগৎ বিশেষভাবে @AITCofficial এর সঙ্গে যুক্তরা প্রতিবাদ করুক।যারা এটা করবেন না, সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক”। এভাবেই একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিঁধে চলেছেন কুণাল।