Ananta Maharaj: বিজেপির সাংসদের বিরুদ্ধে রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের এক সন্ন্যাসীকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ রবিবার উত্তরবঙ্গের সিতাইয়ে রামকৃষ্ণ মঠের অন্যতম সন্ন্যাসী বিজ্ঞদানন্দ তীর্থনাথের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই তা নেমে আসে গালাগালিতে। এরপর তিনি ঐ সন্ন্যাসীকে মারধর করেন বলেও অভিযোগ। এই খবর প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এমনকি বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরাও।
বিবেকানন্দ সেবাশ্রমের সন্ন্যাসীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠায় বিজেপি সাংসদদের উপযুক্ত পদক্ষেপের দাবিতে পথ অবরোধ করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের বুঝিয়ে সেখান থেকে সরানো হলেও এখনও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যদিকে একজন সন্ন্যাসীর সাথে দলীয় কর্মীর এহেন আচরণ একেবারেই ভাল চোখে দেখছে না বিজেপি নেতৃত্ব। সেই বক্তব্য আগেই স্পষ্ট করেছে তারা।
প্রসঙ্গত, রবিবার বিকেল সাড়ে 4 টে নাগাদ রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়েছিলেন অনন্ত মহারাজ নামক ওই বিজেপি সাংসদ। জানা যায়, সেই সময়ে আশ্রমে উপস্থিত ছিলেন সন্ন্যাসী বিজ্ঞদানন্দ তীর্থনাথ। কোনও এক অজানা বিষয় নিয়ে আশ্রমের মহারাজের সাথে মতবিরোধ তৈরি হয় অনন্তর। এরপরই সন্ন্যাসীকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকেন তিনি। যদিও ঘটনা সেখানেই থেমে থাকেনি। সন্ন্যাসীর গায়ে হাত তোলারও অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। যা শোনা মাত্রই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।