করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র(Amit Mitra)। জানা গেছে, বেশ কয়েকদিন থেকেই জ্বর – সর্দিতে ভুগছিলেন তিনি। সোমবার ঢাকুরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই শারীরিক পরীক্ষা হলে করোনা ধরা পড়ে তাঁর।
আরও পড়ুনঃ টাকার অভাবে অকালে মরতে হবে না, মাত্র ৩০ টাকার একটু বেশি দিন,চিকিৎসার জন্য পাবেন ১ কোটি টাকা
প্রাক্তন অর্থমন্ত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে অমিতবাবুর শ্বাসনালীতে সংক্রমণের ধাঁচ রয়েছে। সেই কারণেই সর্দি – জ্বর হওয়ার পর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে চিকিৎসকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, করোনা আক্রান্ত হলেও স্থিতিশীল অমিত মিত্র। আপাতত চিন্তার কোন কারন নেই।
দীর্ঘদিন ধরে রাজ্যের অর্থমন্ত্রকের গুরুত্ত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অমিতবাবু। বয়সজনিত কারণে অসুস্থ হওয়ায় ২০২১ সালের বিধানসভা ভোটে লড়েননি তিনি। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাকে। জানা গেছে প্রয়োজনে স্যালাইনের মাধ্যমে এন্টিবডি দেওয়া হতে পারে তাকে।