মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (Election Commission)।
২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
সম্প্রতি হলদিয়ার চৈতন্যপুরে একটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, প্রাক্তন বিচারপতির মন্তব্য ‘অশালীন ও কুরুচি কর’! এরপরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে চিঠি দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। অভিজিৎকে গত ১৭ মে কারণ দর্শানোর নোটিস পাঠায় কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে ‘‘সর্বার্থে বেঠিক, বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমালঙ্ঘনকারী এবং কুরুচিকর’’ বলে উল্লেখ করে নির্বাচন কমিশন।
এরপর গত ২০ মে, সোমবার নির্বাচন কমিশনকে জবাব দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জবাব খতিয়ে দেখার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য তাঁর সমস্ত রকম প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। এই সময়কালে বিজেপি প্রার্থী কোনও জনসভা, রোড-শোতে, একান্ত সাক্ষাৎকার বা কোনও রকম প্রচারমূলক অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না।
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে
প্রসঙ্গত উল্লেখ্য, সভার একটি ভিডিওতে (ভিডিওটির সত্যতা GNE Bangla-র তরফে যাচাই করা হয়নি) দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! কেন তোমার দাম ১০ লক্ষ টাকা? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী। সে জন্য তাঁকে ২০০০ টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে উনি এক মহিলা সম্পর্কে এ কথা বলেন কী করে? উনি আদৌ মহিলা কি না তা নিয়ে সন্দেহ আছে আমার!’’