বিক্রম ব্যানার্জী: বড় খবর! ভারত-বাংলাদেশের পঞ্চগড়(বাংলাদেশ) ওরফে শিংপাড়া(ভারত) সীমান্তে বিএসএফের(BSF) গুলিতে নিহত আনোয়ার হোসেন নামক এক বাংলাদেশি। সূত্রের খবর, শুক্রবার ভোরে ওপার বাংলার সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তে ওই বাংলাদেশিকে ঘোরাফেরা করতে দেখেন ভারতের সীমান্ত রক্ষীরা(BSF)। এরপরই ভারতীয় জওয়ানের(BSF) গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই বাংলাদেশি যুবকের দেহ।
বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, আনোয়ার হোসেন নামক ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকায়। জানা যায়, ওই এলাকার নামকরা ব্যক্তি রফিকুল ইসলামের ছেলে আনোয়ার। সূত্র বলছে, ওই যুবকসহ বেশ কয়েকজন বাংলাদেশি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশ করেছিলেন।
শুক্রবার ভোরে ফেরার পথে ভারতীয় জওয়ানদের চোখে পড়েন তারা। এরপরই বিএসএফের 93 ব্যাটেলিয়ানের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা আনোয়ার সহ অন্যান্য বাংলাদেশী যুবকদের ধাওয়া করে। ভয় পেয়ে পালাতে গেলে বিএসএফের গুলিতে মৃত্যু হয় আনোয়ারের। জানা গিয়েছে, শুক্রবার সকালেই বাংলাদেশ সীমানা থেকে যুবকের মৃতদেহ নিয়ে এসেছেন বিএসএফের সদস্যরা।
উল্লেখ্য, বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম জানায়, সীমান্তে গুলির শব্দ শুনে অনুপ্রবেশকারী ও চোরা কারবারীদের প্রতিহত করতে প্রায় 8 রাউন্ড গুলি ছোড়ে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। এই প্রসঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ডের(BGB) অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ভারতীয় সেনা জওয়ানদের এই কীর্তির তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারের মরদেহ ফিরিয়ে আনবে বাংলাদেশ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু