উৎসবের মরশুমের মুহূর্তেই একের পর এক ট্রেন বাতিল(Train Cancel) ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ তারিখে রাখিবন্ধন রয়েছে। রাখি বন্ধন উপলক্ষে অবাঙ্গালীদের মধ্যে প্রচুর নিয়ম এবং প্রথার প্রচলন রয়েছে। এখন বাঙ্গালীদের মধ্যেও রাখি বন্ধন উৎসব পালন করতে দেখা যায়। সামাজিক আবহ থেকে শুরু করে প্রতিটি বাড়িতেই বাঙ্গালীদের ভাইফোঁটার মতো রাখি বন্ধন উৎসবের প্রচলন রয়েছে। এই সময়ে অনেকেই যারা বাইরে কাজকর্ম করেন, তারা বাড়ির দিকে যান। আর ঠিক সেই রাখি বন্ধনের আগেই একনাগাড়ে প্রচুর ট্রেন বাতিল(Train Cancel) হওয়ায় সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, রাখিবন্ধনের আগে ৭২ টি ট্রেন বাতিল(Train Cancel) করা হয়েছে। ৪ আগস্ট থেকে ১৩ই আগস্ট পর্যন্ত ইন্টারলকিং এবং প্রি নন ইন্টারলকিং এর কাজ চলবে। ১৪ই আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত নন ইন্টারলকিং এর কাজ চলবে। আর সেই কারণে দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর রেল বিভাগের রাজনন্দগাও রেলওয়ে ডিভিশনে বৈদ্যুতিন ইন্টারলকিং এর কাজের জন্যই এই একগুচ্ছ ট্রেন বাতিল(Train Cancel) হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল(Train Cancel) হয়েছে, তারমধ্যে কয়েকটি:
০৮৭১৩ গন্ডিয়া- নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারী মেমু স্পেশাল ৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাতিল
০৮৭৫১ রামটেক- নেতাজী সুভাষচন্দ্র বসু ইতওয়ারী এম ই এম ইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট।
০৮৭১২ গন্ডিয়া- ডোঙ্গারগড় এম ই এম ইউ স্পেশাল
০৮৭৫৪ নেতাজি সুভাষচন্দ্র বসু- ইতওয়ারী রামটেক এম ই এম ইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট
০৮৭৫৫ রামটেক- নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারী এম ই এম ইউ স্পেশাল ৭ থেকে ২০ আগস্ট
০৮২৮৩ তুমসার- তিরোদি মেমু স্পেশাল ৮ থেকে ২০ আগস্ট
১১২০১ নাগপুর- শাহেদুল এক্সপ্রেস ১৪ থেকে ১৯ আগস্ট
১২৮৩৪ হাওড়া- আমেদাবাদ এক্সপ্রেস ১০ এবং ১১ ই আগস্ট
১২৮৩৩ আমেদাবাদ- হাওড়া এক্সপ্রেস ১৩ ও ১৪ই আগস্ট
১২৮৬০ হাওড়া- মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ৫, ৭,১১ এবং ১২ই আগস্ট
১২৮৫৯ মুম্বই- হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ৭,৯,১৩ এবং ১৪ ই আগস্ট
১৮০৩০ শালিমার- এলটিটি এক্সপ্রেস ১১ থেকে ১৭ ই আগস্ট
১৮০২৯ এলটিটি- শালিমার এক্সপ্রেস ১৩ থেকে ১৯ আগস্ট
২০৮২৫ বিলাসপুর- নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ৭, ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮ এবং ১৯ আগস্ট বাতিল
১২২২২ হাওড়া- পুনে দুরন্ত এক্সপ্রেস ১৫ ই আগস্ট বাতিল
২০৮৫৭ পুরী- সাইনগর শিরডি এক্সপ্রেস ৯ ও ১৬ই আগস্ট
২০৮২২ সাঁতরাগাছি- পুনে হাম সফর এক্সপ্রেস ১৭ ই আগস্ট
২০৮২১ পুনে- সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ১৯ আগস্ট
১২৭৬৮ সাঁতরাগাছি- সাহেব নানদেদ এক্সপ্রেস ১৪ই আগস্ট
২২৯০৬ শালিমার- ওখা এক্সপ্রেস ২০ আগস্ট
২২৯৭৪ পুরী- গান্ধীধাম এক্সপ্রেস ১৭ই আগস্ট
২০৮২৩ পুরী- আজমির এক্সপ্রেস ১২৫ এবং ৮ ই আগস্ট বাতিল
১২৪৪২ নয়াদিল্লি- বিলাসপুর রাজধানী এক্সপ্রেস ১৩ই আগস্ট বাতিল করা হয়েছে।