কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের (100 days Work) টাকা আটকে রেখেছে। বঞ্চনা করছে পশ্চিমবঙ্গকে। দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব রাজ্যের তৃণমূল সরকার। অথচ MGNREGA অডিটে যে তথ্য উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, দেশে বিজেপি ও বিরোধী শাসিত একাধিক রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের বরাদ্দের ক্ষেত্রে কোটি কোটি টাকার অপব্যবহার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে শর্ত আরোপ করে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে ১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার চার জেলায় মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা অপব্যবহারের অভিযোগ ওঠে ২০২২ সালে। তারপর থেকে বকেয়া টাকার পরিমাণ মোট ৫৫৫৩ কোটি টাকা।
আরও পড়ুনঃ নয়া পেনশন প্রকল্প চালু করলো কেন্দ্র
এই অভিযোগের পরেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে স্পেশ্যাল টিম পাঠানো হয়েছিল। তারা ঘুরে অনুসন্ধান করে চলে যাওয়ার পরে ১ কোটি ৬৭ লক্ষ টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার উদ্ধার করেছে। বাকি আছে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা উদ্ধার করা। এবার সেই টাকা উদ্ধার করলে ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে শর্ত আরোপ করে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক এই চিঠি পাঠিয়েছে বাংলাকে।
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে দেওয়ার পরেই রাজ্য সরকারের তরফে নিজস্ব উদ্যোগে শুরু হয় নতুন প্রকল্প “কর্মশ্রী”। এই প্রকল্পের অধীনে কাজ পাচ্ছেন ১০০ দিনের জব কার্ড হোল্ডাররা এবং কেন্দ্রের প্রকল্পের হারেই তারা মজুরি পাচ্ছেন। ফলে রাজ্য সরকারের কাছে কর্মশ্রী প্রকল্প একটা সাফল্যের দিক। ১০০ দিনের কাজের কথা কেন্দ্রের প্রকল্পে বলা হলেও বাস্তবে ৩০ দিনের বেশি কাজ মিলতো কিনা সন্দেহ রয়েছে অনেক ক্ষেত্রে। আর রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মশ্রী চালু করার পাশাপাশি রাজ্যের প্রায় ৬০ লক্ষ জব কার্ড হোল্ডারদের বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে কেন্দ্রীয় সরকারের ওপরেও চাপ বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
সাম্প্রতিক শেষ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতিতে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি উঠে এলেও সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তৈরিতে অন্যান্য এনডিএ শরিকদের সাহায্য নিতে হয়েছে। ফলে একতরফা সিদ্ধান্ত গ্রহণ এই মুহূর্তে বিজেপির পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক মহলের অনেকের মতে, বাংলাকে একের পর এক প্রকল্পের টাকা আটকে দেওয়ার কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বাংলার সাধারণ মানুষ ভালো চোখে নেয় নি। ২০২৬ এ বাংলায় বিধানসভা নির্বাচন। তাই সেক্ষেত্রে সেই দিকে নজর রেখে এবার কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারকে বকেয়া ৩ কোটি ৬৪ লক্ষ টাকা উদ্ধার করার বার্তা দিয়ে ফের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।