আর্থিক বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই সরব তৃণমূল(TMC)। রাজ্যের শাসক দলের অভিযোগ ছিল একুশের বিধানসভা ভোটে হারের পর থেকেই ১০০ দিনের কাজের (100 Days work) কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দিয়ে প্রতিহিংসার পথে হেঁটেছি বিজেপি সরকার। ফলে রাজ্যে বিভিন্ন প্রকল্প আটকে যাচ্ছে। এবার কেন্দ্র নিজেই কার্যত সেই অভিযোগকে মান্যতা দিল। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০২৩-২৪ মরশুমে ১০০ দিনের কাজের(100 Days Work) খাতে কেন্দ্রের বরাদ্দ টাকার পরিমাণ শূন্য। ২০২২-২৩ মরশুমে সেই টাকার পরিমাণ ছিল ১৬১৮ কোটি টাকা। এই তথ্য প্রকাশ্যে এনে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল।
আরও পড়ুনঃ ভাসছে ঘাটাল! মাস্টার প্ল্যান কবে? অসহায় প্রশ্ন ঘাটালবাসীর
এর আগে বহুবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন। যদিও বারবার বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু এবার কেন্দ্রের দেওয়া তথ্য থেকেই পরিষ্কার হয়ে গেল বাংলার ক্ষেত্রে ১০০ দিনের কাজের(100 Days work) জন্য বরাদ্দ শূন্যতে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার।
বিজেপির অবশ্য দাবি, রাজ্যে সীমাহীন দুর্নীতির জন্যই কেন্দ্র তাদের টাকা আটকে দিয়েছে। কয়েকদিন আগেই গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে বলেছিলেন, ‘ জনগণের টাকা আমরা কাউকে খেতে দিতে পারি না।’