ফের তাপপ্রবাহে পুড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বৃষ্টির স্বস্তি ফের অতীত! আগামী শনিবার থেকে তাপপ্রবাহের (Heat Wave) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়াও।
জঙ্গলমহলের কোন কোন জেলাগুলোতে জারি সর্তকতা?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলা ও শুক্রবার থেকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বইতে পারে তাপপ্রবাহ।
বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস
বুধবার থেকেই জেলাগুলিতে গরমজনিত অস্বস্তি শুরু হবে৷ যদিও বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে। তবে গরম বজায় থাকবে।
শুক্রবার থেকে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়া বজায় থাকবে।