টেলিকম মার্কেটে বিএসএনএলের কদর আগের থেকে বহুগুণ বেড়ে গিয়েছে। সম্প্রতি বাজেটে বিএসএনএলের প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামোর সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার ব্যাপক পরিমাণ টাকা বরাদ্দ করার পর থেকেই BSNL তেড়েফুড়ে মাঠে নেমেছে। আর যখন বেসরকারি টেলিকম সংস্থাগুলি জিও, এয়ারটেল এবং ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যান এর দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তখন মানুষের মধ্যেও বিএসএনএলের সস্তার প্ল্যান খুঁজতে চাহিদা বেড়ে গিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর মধ্যেই জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবর মাসের মধ্যে সারাদেশে ৮০ হাজার বিএসএনএলের টাওয়ার বসানো হয়ে যাবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে এই BSNL এর টাওয়ার ইনস্টলেশন করা হচ্ছে। আরও ২১ হাজার টাওয়ার ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দেশজুড়ে বসে যাবে। প্রায় ১ লক্ষ টাওয়ার নেটওয়ার্কের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্থাপন করা হবে বলে জানানো হয়েছে বিএসএনএলের তরফে। আর ফাইভ-জি নেটওয়ার্ক আসা শুধু সময়ের অপেক্ষা।
বিএসএনএলের তরফে জানা গিয়েছে, 4G টাওয়ারগুলিকেই পরবর্তীতে 5G টাওয়ারে রূপান্তরিত করে দেওয়া হবে। তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার বিএসএনএল যখন এইভাবে পরিষেবা দিতে শুরু করেছে, তখন দেশবাসীর মধ্যে BSNL SIM পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বহু গ্রাহক লাইন দিয়ে বিএসএনএলের সিম নিতে যাচ্ছেন। কিন্তু অনেকেই জানেন না, আপনি ঘরে বসেই চাইলে বিএসএনএল সিম পেয়ে যেতে পারেন। কিভাবে পেতে পারেন সেটা একবার দেখে নিন:
Prune নামে একটি সংস্থার সঙ্গে BSNL পার্টনারশিপ তৈরি করেছে। অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সংস্থার ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে ঘরে বসেই বিএসএনএলের সিম পেতে পারেন। সিম বুক করলে মাত্র ৯০ মিনিটের মধ্যে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হবে বলে দাবি সংস্থার।
প্রথমেই prune.co.in এই ওয়েবসাইটে যেতে হবে।
এরপর সিম কার্ড কেনার জন্য অপশন বেছে নিয়ে দেশ হিসেবে ভারতকে সিলেক্ট করতে হবে।
অপারেটর হিসেবে বিএসএনএল এবং তার প্ল্যান বেছে নিতে হবে।
মোবাইল নম্বর দেওয়ার পর OTP যাবে। সেটিকে যথাস্থানে বসালে তারপর সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
নিজের সঠিক ঠিকানা লিখে পেমেন্ট করতে হবে। তারপরেই ৯০ মিনিটের মধ্যে আপনার ঘরে সিম কার্ড চলে আসবে এবং ঘরেই আপনার KYC করা যাবে, এমনটাই জানাচ্ছে সংস্থা।
আরও পড়ুনঃ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর
তবে শুধুমাত্র প্রথম দিকে হরিয়ানার গুরগাঁও এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদেই সুবিধা মিলবে। তবে দিন কয়েকের মধ্যে দেশের অন্যান্য অংশেও সমস্ত গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।