বিক্রম ব্যানার্জী: Apple Watch কেনার স্বপ্ন থাকে প্রায় সকলেরই। কিন্তু দামের কারণে অনেকেরই সেই স্বপ্ন অধরা থেকে যায়। তবে যদি বলি এই স্বপ্ন একেবারে বিনামূল্যে পূরণ করা যাবে, বিশ্বাস করবেন? নিশ্চয়ই না। কিন্তু এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে HDFC Ergo এবং Zopper সংস্থা। সাধারণত ভারতের জনগণকে ফিট ও হেলদি রাখার লক্ষ্যে ইন্ডিয়া গেটস মুভিং নামক এক বিশেষ প্রোগ্রাম চালু করেছে তারা। যেখানে প্রতিযোগীরা মাত্র 15,000 স্টেপ হাঁটলেই পেয়ে যাবেন একটি অ্যাপেল ওয়াচ একদম বিনামূল্য। কীভাবে? রইল বিস্তারিত।
কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে Apple Watch?
HDFC Ergo এবং Zopper-এর ইন্ডিয়া গেটস মুভিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্পূর্ণ বিনামূল্যে Apple Watch পেতে চাইলে সবার প্রথমে সম্ভাব্য প্রতিযোগীদের Apple প্রিমিয়াম রিসেলার অথবা Apple-এর অফলাইন স্টোরে ভিজিট করে একটি Apple Watch কিনতে হবে। Apple-এর অনলাইন স্টোর অথবা ফ্লিপকার্ট, অ্যামাজনের মত শপিং অ্যাপের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়। Apple Watch হাতে পাওয়ার পর Zopper wellness programme-এর জন্য নিজস্ব মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ পর্ব শেষ হলেই প্রতিযোগীরা HDFC Ergo-এর বীমা পরিষেবার সাথে যুক্ত হয়ে যাবেন। সেই সাথে হয়ে উঠবেন Solvu tech solutions মাস্টার পলিসি হোল্ডারও।
HDFC Ergo-এর বীমা পরিষেবায় নাম নথিভূক্ত হয়ে গেলে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই প্রত্যেককে Apple Health Kit ডেটা HDFC Ergo অ্যাপের সাথে সিঙ্ক করতে হবে। কানেকশন সেটআপ সম্পূর্ণ করার পরই ব্যবহারকারীরা প্রতিযোগিতার অংশ হয়ে উঠবেন। বিভিন্ন তথ্য মারফত খবর, মোট 15 হাজার স্টেপ হাঁটার জন্য আগামী 1 বছর সময় পাবেন প্রতিযোগিরা। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে চ্যালেঞ্জটি সম্পূর্ণ করতে পারলেই Apple Watch-এর দাম বাবদ 100 শতাংশ অর্থ ব্যবহারকারীদের ফেরত দেওয়া হবে।
বলা বাহুল্য এই অফারটি Apple Watch Series 10 এবং Apple Watch Ultra সহ বেশ কিছু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য।
উল্লেখ্য, HDFC Ergo এবং Zopper-এর ইন্ডিয়া গেটস মুভিং প্রতিযোগিতায় ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী, সিস্টেমটি Apple Watch-এর মাধ্যমে প্রতিযোগীদের প্রতিদিনের পদক্ষেপ ট্র্যাক করে অ্যাকাউন্টে পয়েন্ট সংগ্রহ করবে। সেক্ষেত্রে প্রতিমাসে ব্যবহারকারীদের অন্তত 110 পয়েন্ট সংগ্রহ করা বাধ্যতামূলক। তা না হলে 12 মাসের নির্ধারিত পয়েন্ট টার্গেট সম্পূর্ণ করতে পারবেন না প্রতিযোগীরা। ফলত, বিনামূল্যে Apple Watch পেতে হলে প্রতিমাসে 110 পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি 1 বছরের মধ্যে 15 হাজার স্টেপ সম্পূর্ণ করতে হবে ব্যবহারকারীদের।
আরও পড়ুন: নিজের মেয়ে নন অনন্যা! অভিনেত্রীকে ডিএনএ টেস্ট করাতে বললেন বাবা চাঙ্কি পান্ডে