বিক্রম ব্যানার্জী: এক ইউটিউবারের দৌলতে এবার থেকে পৃথিবীর সাথে সেলফি(Selfie With The Earth) তোলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। হ্যাঁ, একেবারেই ঠিক পড়লেন। সম্প্রতি গুগল এবং টি- মোবাইলের সহায়তায় মহাকাশ কক্ষপথে একটি স্যাটেলাইট চালু করেছেন বিখ্যাত ইউটিউবার মার্ক রবার। যা ইউজারদের পৃথিবীর সাথে ছবি(Selfie With The Earth) তোলার সুযোগ করে দেবে।
আন্তর্জাতিক টেক জায়ান্ট গুগল ও টি-মোবাইল সংস্থার যৌথ প্রচেষ্টায় মহাকাশের কক্ষপথে একটি বিশেষ স্যাটেলাইট চালু করেছেন ইউটিউবার মার্ক রবার। সূত্রের খবর, বিভিন্ন সময়ে নানান অসাধ্য সাধন ঘটিয়ে নিজের পরিচিতি অক্ষুন্ন রাখেন ইউটিউবার মার্ক। এর আগে নাসার প্রকৌশলী হিসেবে ইউটিউবে পরিচিতি অর্জন করেছিলেন তিনি।
এই সময়ে বাড়ির দরজা থেকে প্যাকেজ চুরি করা চোরের ওপর বোমা হামলা চালানো থেকে শুরু করে কাঠবেড়ালির ইমেজ তৈরি এবং বিশ্বের বৃহত্তম সুপার সোকার তৈরির খেতাবও রয়েছে তার নামে। এবার পৃথিবীর কক্ষপথে নতুন স্যাটেলাইট চালু করে ব্যবহারকারীদের সেলফি তোলার সুযোগ করে দিয়েছেন মার্ক।
মার্কের এই স্যাটেলাইটের দরুণ যেকোনও ব্যবহারকারী পৃথিবীকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে সেলফি তুলতে পারবেন। তবে সেক্ষেত্রে শর্ত হলো সেই ব্যক্তি বা ব্যবহারকারীর কাছে গুগল পিক্সেল স্মার্টফোন থাকতে হবে। এ বিষয়ে মার্ক জানান, যদি কোনও গুগল পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারী তাকে তার বাড়ির লোকেশন বলে দেয় সেক্ষেত্রে স্যাটেলাইটটি ওই ব্যবহারকারী শহরের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি তাকে পৃথিবীর সাথে ছবি তোলার সুযোগ করে দিতে পারবেন।
উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি নাগাদ ট্রান্সপোর্টার 12 মিশন থেকে এই স্যাটেলাইটটি চালু করবে স্পেসএক্স। আর ঠিক তার কয়েক মাস আগেই এটি সেলফি তোলার কাজ শুরু করবে। এই বিষয়ে যাবতীয় তথ্য জানতে মার্ক রবারের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া ভিডিওগুলি দেখতে পারেন।