UPI Payment: অন্যের অ্যাকাউন্ট থেকেই অনলাইন লেনদেন, এসেছে নতুন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

UPI Payment: অন্যের অ্যাকাউন্ট(Others Acount) ব্যবহার করে এবার থেকে অনলাইন পেমেন্ট করা যাবে। ডিজিটাল লেনদেনের(UPI Payment) ক্ষেত্রে ‘ইউপিআই সার্কেল’ নামক এক নয়া ফিচার চালু করলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। যাদের নিজস্ব কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা বিশেষভাবে উপকৃত হবেন এই নতুন পরিষেবার মাধ্যমে। শুধু তাই নয়, কত টাকা খরচ হবে তার সীমাও বেঁধে দিতে পারবেন আপনি।

Upi- এর নতুন সংযোজন ‘ইউপিআই সার্কেল’
অনলাইন লেনদেনের ক্ষেত্রে একটি দুর্দান্ত ফিচার হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউপিআই সার্কেল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই নতুন সংযোজনে ডিজিটাল পেমেন্ট আরও সহজ হবে বলেই মনে করছেন অধিকাংশ মহল। এখানেই শেষ নয়, একজন ব্যক্তি তার তার পরিচিত যেকোনও কাউকে সেকেন্ডারি ইউজার হিসেবে অ্যাড করতে পারবেন।

এক্ষেত্রে সেই ব্যক্তি কত টাকা খরচ করবে তাও ঠিক করে দিতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডার। এমন অনেকেই রয়েছেন যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অথবা থাকলেও কীভাবে তা অনলাইন পরিষেবায় যুক্ত করতে হবে সেই বিষয়ে জানা নেই। কাজেই এই ডিজিটাল পরিষেবা অনেক বেশি তাৎপর্যপূর্ণ হবে তাদের কাছে।

ইউপিআই সার্কেল ব্যবহার করে কত টাকা খরচ করা যায়?
বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে, ইউপিআই সার্কেল ব্যবহার করে একজন ব্যক্তি 24 ঘন্টায় 5,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে সেকেন্ডারি ইউজার আরও কম অর্থ খরচ করতে পারবেন। এই বিশেষ ডিজিটাল পরিষেবা ব্যবহার করে সেকেন্ডারি ইউজার পেমেন্ট করতে চাইলে প্রত্যেকবার অ্যাকাউন্ট হোল্ডারের কাছে অনুমতি চাওয়া হবে। তিনি অনুমতি দিলে তবেই পেমেন্ট সফল হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, প্রতিমাসে এই বিশেষ সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ 15,000 হাজার টাকা খরচ করা যায়।

আরও পড়ুনঃ মমতার মন্তব্য ‘হৃদয়হীন’, কড়া প্রতিক্রিয়া কবীর সুমনের

ইউপিআই সার্কেল চালু করতে নিচের নিয়মগুলি অনুসরণ করুন

প্রথমেই ইউপিআই অ্যাপ থেকে মেনু বাটনটিতে ক্লিক করুন।

এরপর সেখানে থাকা ‘অ্যাড ফ্যামিলি অর ফ্রেন্ডস’ অপশনে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে।

সেখানে যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বর অথবা ইউপিআই আইডি অ্যাড করুন।

এর পরের ধাপেই রয়েছে পারমিশন অপশন। সেখান থেকে কত টাকা খরচ করতে হবে তার লিমিট ঠিক করে দিন। এরপর অ্যাপ্রুভাল আসলেই সেকেন্ডারি ইউজারের ফোনে অ্যাক্সেপ্ট মেসেজ যাবে। সেখান থেকে অ্যাক্সেপ্ট অপশনে ক্লিক করলেই ‘ইউপিআই সার্কেল’ চালু হয়ে যাবে।