বিক্রম ব্যানার্জী: ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ভেসে আসে থ্রেডসে(Threads) পোস্ট হওয়া ব্যবহারকারীদের নানান মুহূর্তের ছবি ও ভিডিও। আকর্ষণীয় সেইসব দৃশ্য না দেখে থাকতে পারেন না নেট নাগরিকরা। তাই আবেগের বশে হাত চলে যায় থ্রেডস পোস্টে। চোখের সামনে ভেসে ওঠে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম থ্রেডসের ফ্রন্ট পেজ। তবে ডাউনলোড না করলে যে কোনও লাভই নেই! তাই আঙুলের আলতো ছোঁয়ায় ইন্সটল বাটনের দৌলতে ফোনের আঙিনায় ধরা দেয় অ্যাপটি(Threads)। আর এই পথ ধরেই এবার 30 কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে ফেলল থ্রেডস(Threads)।
বর্তমানে নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয় থ্রেডসের জন্ম হয়েছিল গত বছর অর্থাৎ 2023 সালের জুলাই মাসে। লঞ্চ হওয়ার কিছু মাসের মধ্যেই নানান প্রমোশন এবং নিজস্ব আকর্ষণীয়তার কারণে ফেইসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে প্লাটফর্মটি। সময়ের সাথে পা মেলাতে বহু ব্যবহারকারী থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে শুরু করেন। ছোট থেকে বৃহৎ পরিবারে পরিণত হওয়ার রাস্তাটা মেটার মালিকানাধীন থ্রেডসের জন্য খুব একটা কঠিন ছিল না। বিশেষ করে ইনস্টাগ্রামের সঙ্গে সমন্বিত হওয়ায় দ্রুত নিজের বৃত্তের পরিধি বাড়াতে শুরু করে থ্রেডস। যা বর্তমানে 30 কোটিরও বেশি নেট নাগরিকের অবসর বিনোদনের মাধ্যম।
থ্রেডসের নতুন সাফল্য প্রসঙ্গে মেটার প্রধান কর্তা তথা সিইও জাকারবার্গ জানিয়েছেন, একটি গতিশীল ও আকর্ষণীয় প্ল্যাটফর্ম তৈরি করতে সফল হয়েছি আমরা। যেখানে খুব সহজেই মানুষ একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন। নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছেন। বর্তমানে 30 কোটি ব্যবহারকারী আমাদের এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। যা আমাদের কাছে বড় অর্জন। আগামীর জন্য আমাদের লক্ষ্য আরও শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে আরও অসংখ্য মানুষ থ্রেডসে যুক্ত হবেন বলেই আশা মেটা কর্তার।