বিক্রম ব্যানার্জী: Whatsapp খুলতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো একটি স্ক্রিনশট(Screenshot)। ছবিটি দেখেই শিউরে উঠলাম…. এরকম কথা কেউ আমার নামে কেউ কীভাবে বলতে পারে? কিন্তু স্ক্রিনশটটা ফেক না তো? এমন প্রশ্ন মাঝেমধ্যেই নিজেকে করে বসেন ব্যবহারকারীরা। কিন্তু এর উত্তর আর খোঁজা হয়ে ওঠেনা। আসলে স্ক্রিনশটে(Screenshot) থাকা তথ্য সঠিক কিনা তা বোঝা খুবই কঠিন কাজ। কিন্তু বিশেষ কিছু উপায় রয়েছে যা অবলম্বন করলে খুব সহজেই ধরা যাবে জালিয়াতদের কারসাজি। রইল বিস্তারিত।
ডেক্সটপ স্ক্রিনশট
ডেক্সটপ অর্থাৎ কম্পিউটারে নেওয়া স্ক্রিনশটের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। মূলত ক্রোম, ফায়ারফক্স এবং অন্যান্য ব্রাউজার গুলি ব্যবহার করে খুব সহজেই ওয়েব পেজের কোড এডিট করা সম্ভব। সহজেই বদলে ফেলা সম্ভব স্ক্রিনশটে থাকা যে কোনও তথ্য। যাকে বলা হয় ইন্সপেক্ট এলিমেন্ট। তাই ফেক স্ক্রিনশট চিনতে ব্রাউজার কন্টেক্সট মেনু খুলে ওয়েবসাইটের যেকোনো স্থানে মাউসের রাইট ক্লিক করুন। সামনে আসবে ইন্সপেক্ট অপশন। স্ক্রিনশটে ইন্সপেক্ট অপশন শো করলে বুঝবেন সেটি ভুয়ো।
স্ক্রিনশটের অক্ষর গুলির ওপর নজর রাখুন
ফেক স্ক্রিনশট তৈরি করতে জালিয়াতরা প্রথমেই যে উপায় অবলম্বন করে তা হলো ছবির ওপর অন্য তথ্য কপি করে তা পেস্ট করা। এটি পিক্সেলের ক্ষুদ্র প্যাচ বা অসঙ্গতি তৈরি করে। যার ফলে অক্ষর বা লেখাগুলি ঠিকঠাক মেলে না। তাই ফেক স্ক্রিনশট চিনতে প্রথমেই ছবিটি জুম করে লেখাগুলিকে নিখুঁতভাবে দেখুন। যদি দেখেন লেখা বা অক্ষরগুলি অস্পষ্ট সেক্ষেত্রে বুঝতে হবে সেটি ফেক স্ক্রিনশট। কারণ আসল স্ক্রিনশটের ক্ষেত্রে লেখাগুলি একই রেজোলিউশনে থাকবে। সেই সাথে প্রতিটি অক্ষর হবে সুস্পষ্ট এবং সমান।
অপ্রাসঙ্গিক বস্তু চোখে পড়তে পারে
অনেক সময়ে বিভিন্ন অত্যাধুনিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্ক্রিনশট এডিট করা যায়। তাই ফেক স্ক্রিনশট চিনতে এডিট করতে সহযোগী অ্যাপগুলির ইন্টারফেস চিনে রাখুন। নির্দিষ্ট কিছু এডিট অ্যাপের ইন্টারফেস চিনে রাখলে নকল স্ক্রিনশট ধরা সম্ভব।
গুগলে সার্চ করুন
স্ক্রিনশটটি আসল কিনা তা জানতে ছবিটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম গুগলে স্ক্যান বা সার্চ করে নিতে পারেন। অনেক সময়ে জালিয়াতরা ইন্টারনেটের দৌলতে স্ক্রিনশট ডাউনলোড করে তা এডিট করে। তাই মনে সন্দেহ দানা বাঁধলে তৎক্ষণাৎ স্ক্রিনশটটি গুগালে আপলোড করে সার্চ করে দেখে নিন।
আরও পড়ুন: সোহেল পুত্রের বার্থডে পার্টিতে গিয়ে অস্বস্তিতে শাহরুখকন্যা! বাঁচাতে এলেন জ্যাকি আঙ্কল