Tata smartphone with new technology: দেশের বাজারে খুব শীঘ্রই আসতে চলেছে অবিশ্বাস্য এক প্রযুক্তি। আসন্ন এই প্রযুক্তির মাধ্যমে বিনা ইন্টারনেটে চালানো যাবে অডিও এবং ভিডিও। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও টাটার(TATA) এক সংস্থা বিদেশি কোম্পানির সাথে অংশীদারিত্ব করে ভবিষ্যতে এমন ঘটনাই ঘটাতে চলেছে। এই কোম্পানি মূলত, ভারতে এমন কিছু স্মার্টফোন(New Technology Smartphone) লঞ্চ করতে চলেছে যা ইন্টারনেট ছাড়াই ব্যবহারকারীদের বিভিন্ন গান, অডিও এবং ভিডিও(Audio and Video) উপভোগ করার সুযোগ করে দেবে।
ইন্টারনেট ছাড়াই চলবে ভিডিও
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের অন্যতম ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান IIT কানপুর ও সাংখ্য ল্যাবে তৈরি দেশীয় সংস্থা ফ্রি স্ট্রিম টেকনোলজিস আরেক আমেরিকান কোম্পানি সিনক্লেয়ার ইনকর্পোরোটেডের সাথে বিশেষ চুক্তি সম্পন্ন করেছে। ভারত ও আমেরিকার দুই কোম্পানির মধ্যে হওয়াই চুক্তিটি বাজারে এমন কিছু টেকনিক্যাল স্মার্টফোন আনতে চলেছে যা সম্ভবত পৃথ্বী-3 ATSC 3.0 চিপসেট দ্বারা নির্মিত হবে। দুই দেশের বৃহত্তর দুই সংস্থার প্রচেষ্টা সফল হলে বিশ্বের বাজারে ভারতের দৃষ্টান্তমূলক কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে বলেই মনে করা হচ্ছে।
টাটার সাথে অংশীদারিত্বে আসবে নতুন প্রযুক্তি স্মার্টফোন ?
বিনা ইন্টারনেটে অডিও- ভিডিও চালানো ও অন্যান্য পরিষেবা গুলিকে অ্যাকসেস করার প্রযুক্তিই হলো D2M। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সাংখ্য ল্যাবসের সংস্থা ও আমেরিকান সংস্থার মেলবন্ধনে বিশ্বের বাজারে পা রাখবে D2M প্রযুক্তির একাধিক স্মার্টফোন। যা ফিচার্স ও ডিজাইনের দিক থেকে যেমন এগিয়ে থাকবে তেমনই হবে ভ্যালু ফর মানি। জানিয়ে রাখা ভাল, তেজস নেটওয়ার্কের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সাংখ্য ল্যাব। যা মূলত টাটা সন্স দ্বারা চালিত। কাজেই নব্য প্রযুক্তির উদ্ভাবনে পরোক্ষভাবে হাত রয়েছে টাটা গ্রুপেরও।
আরও পড়ুনঃ “মুখ্যমন্ত্রীর দ্বারা তৈরি বন্যা”, বিস্ফোরক সুকান্ত মজুমদার
প্রসঙ্গত, সাংখ্য ল্যাবস মূলত দেশে ওয়্যারলেস কানেকশনের জন্য ব্যবহৃত ডিভাইস তৈরি করে। অন্যদিকে, তেজস নেটওয়ার্ক সংস্থার কাজ ভারতে 4G, 5G টেলিকমিউনিকেশনে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস তৈরি করা। তবে এবার ফ্রি স্ট্রিম টেকনোলজিস এবং আমেরিকার সিনক্লেয়ার ইনকর্পোরোটেডের যৌথ উদ্যোগে কম খরচে D2M অর্থাৎ বিনা ইন্টারনেটে অডিও-ভিডিও প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করার সুযোগ পাবেন জনগণ। জোর কদমে চলছে সেই প্রস্তুতি।