TATA Nano EV: টাটা ন্যানোর ম্যাজিক, গাড়ির দাম শুরু ২ লাখ টাকায়

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বর্তমান সময়ে গাড়ি অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী। নিন্মবিত্ত থেকে মধ্যবিত্ত প্রত্যেক মানুষের শৌখিনতা থাকে গাড়ি কেনার। সেই কথা মাথায় রেখেই টাটা ন্যানোর (Tata Nano EV) নতুন উদ্যোগ।টাটা ন্যানো (Tata Nano EV) বাজারে নিয়ে এলো প্রিমিয়াম ফিচার সহ ইলেকট্রনিক গাড়ি।

চলতি বাজারে যেভাবে পেট্রোল ডিজেলের দাম চড়া, গাড়ি ভরনপোষন করা এক চিন্তার বিষয় সবার কাছেই। এরজন্য সাধারণ মানুষ এখন ইলেকট্রনিক গাড়িকেই বেছে নিছে নিত্যদিনের সঙ্গী হিসাবে। Tata motors পথ শুরু ২০০৮ সাল থেকে , তারমধ্যে আগাগোড়াই সবথেকে জনপ্রিয় মডেল হলো Tata Nano EV। প্রিমিয়াম ফিচারসহ Tata Nano EV মডেল বাজারে চলে আসা মাত্র সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইলেকট্রনিক ভেরিয়েন্টের সাথে বাজেট ফ্রেন্ডলী এই মডেলে রয়েছে ১৫.৫ কিলোওয়াটের শক্তিশালী ব্যাটারি। যারফলে চার্জ থাকবে লঙ লাস্টিং, দূরবর্তী জায়গায় চলাফেরা করতেও কোনো অসুবিধা হবেনা।

আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ … কাল থেকে…; সুখবর শোনালেন দেব

এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, রিমোট কন্ট্রোল সিস্টেম, মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কার প্লে, ব্লুটুথ কানেক্টিং সিস্টেম সহ ফ্রন্ট পাওয়ার উইন্ডো।

আপনি যদি উন্নত Tata Nano EV মডেল ফোর হুইলার টপ মডেলর এক্স শোরুম থেকে কিনতে চান দাম পড়বে ২.৯৭ লাখ। এক্স শোরুম থেকে কিনলে দাম একটু কম হবে ২.০৫ লাখ টাকা।