Spam Call: কোম্পানির ফোনে জেরবার! এবার মিলবে মুক্তি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

সুদীপ্তা মিত্র: TRAI অর্থাৎ Telecom Regulatory Authority of India পথ শুরু হয়েছিল 2000 সালে। ভারতের ডিপার্টমেন্ট টেলিকমিউনিকেশন অধীনে এই সংস্থা কাজ করে। সাম্প্রতিক TRAI সংস্থা Spam call এর কোড নথিভুক্ত করেছে।

প্রায়শ্চ সময়ে আমাদের ফোনে অজানা নম্বরে ফোন আসে। যা দেখে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই spam call কিনা। এই ভয়েই হয়তো অনেক গুরুত্বপূর্ণ ফোন মিস করে যাই। সব কল যে spam call না সেটি বোঝাবার জন্যই TRAI সংস্থা spam call এর কোড নথিভুক্ত করেছে।

বিশেষত মোবাইল নম্বরে 10 ডিজিট থাকে অনেক সময় Spam call এ 10 এর বেশি ডিজিট থাকে। আবার অনেকসময় spam call এ 10 ডিজিটও থাকে। সেক্ষেত্রে বোঝার উপায় নেই কোনটা spam call নয়।

তাই TRAI সংস্হা প্রত্যেকটি টেলি মার্কেটিং কোম্পানিকে 140 কোড ব্যবহার করতে বলেছেন। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে কোনটি সত্য নম্বর। spam call এর 25 কোড টেলি মার্কেটিং কোম্পানি নাম এই তালিকায় নথিভুক্ত করা হয়েছে। তারমধ্যে 731, 129 কোড প্রকাশে এসেছে spam call কোড নথিভুক্ত তালিকায়। সংস্হার তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে 25 কোডের নাম প্রকাশ্যে আনা হবে।