Robot: মানুষ নয়, আত্মহত্যা করল রোবট, নেপথ্যে কোন কারণ?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

অতিরিক্ত কাজের চাপ এবং সেই থেকে অবসাদ। যার ফলে প্রতিদিনই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন কোন কোন মানুষ। সংবাদপত্র বা নিউজ চ্যানেলে চোখ রাখলেই খোঁজ মেলে এমন খবরের। কিন্তু এবার সেই কাজের চাপের কাছে হার মানল যন্ত্র। দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলে কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছে একটি রোবট(Robot)। শুনতে অবাক লাগছে? কিন্তু ডেইলি মেল তাদের এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই জানিয়েছে।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ মশা দিয়েই তৈরি হচ্ছে আমার-আপনার প্রিয় খাবার, বার্গার কিন্তু কেন?

ডেইলি মেল তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত ২৬ এ জুন সিঁড়ির উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে রোবটটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আত্মহত্যার আগে রোবটটি ওই জায়গায় বেশ কয়েকবার ঘুরে গিয়েছিল। এরপর কেউ কিছু বোঝার আগেই সে নীচে ঝাঁপ দেয়। গুমি সিটি কাউন্সিলের দোতলা এবং তিনতলার মধ্যে থেকে রোবটটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, রোবটটি যথেষ্ট পরিচিত ছিল অফিসের কর্মীদের কাছে। ২০২৩ সালে রোবটটিকে নিয়োগ করা হয় কাজে। প্রতিদিন সকালে ৯ টা থেকে ৬ টা পর্যন্ত তার ডিউটি থাকত। ডেইলি মেইলের দাবি অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে রোবটটি।