রাজীব ঘোষ: একেবারে জলের দরে মোবাইল নেটওয়ার্ক রিচার্জ প্ল্যানসহ বিভিন্ন পরিষেবা দেওয়া শুরু করে এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) যে সাধারণ মানুষের তাতে আর হাত দেওয়ার মতো পরিস্থিতি নেই। ৩ জুলাই থেকে এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের প্ল্যান। ইতিমধ্যেই ১৫৫,৩৯৫ এবং ১৫৫৯ টাকার আগের যে রিচার্জ প্ল্যান ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তার বদলে তিনটি নতুন সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও।
এই নতুন তিনটি রিচার্জ প্ল্যান আনার প্রথম কারণ হলো, অধিকাংশ গ্রাহক জিওর নেটওয়ার্ক পরিষেবা ছেড়ে দিয়ে ওই মোবাইল নম্বরটি বিএসএনএল সংস্থায় পোর্ট করছেন। ফলে তাতে সংস্থার গ্রাহক সংখ্যা কমে যেতে পারে। আর সেই দিকে লক্ষ্য রেখেই রিলায়েন্স জিও এবার তিনটি সস্তার নতুন পরিষেবা নিয়ে এসেছে।
১৮৯ টাকার রিচার্জ প্ল্যান– এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এতে দৈনিক ২ জিবি ডাটা পাবেন গ্রাহকরা। পাশাপাশি প্রতিদিন ৩০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ড্রপ আউট পড়ুয়াদের একাদশ শ্রেণীতে ফের ভর্তির সুযোগ, ঘোষণা সংসদ সভাপতির
৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান– এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এতে ১০০০ টি এসএমএসের সুবিধা পাবেন গ্রাহকেরা। 6 GB Data পাওয়া যাবে এই Plan-এ।
১৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান– জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৩৬ দিন। এতে ৩৬০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ২৪ জিবি ডাটা পাবেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, এই তিনটি রিচার্জ প্ল্যানেই জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।