Protect Mobile Phone: বর্ষাকালে ফোন জলে পড়ে গেলে কী করবেন?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বর্ষাকালে বৃষ্টিতে ভিজে আমাদের অনেককেই বাইরে বেরোতে হয়। কিন্তু এই সময় আমাদের সাথে যে মোবাইল ফোনটি (Mobile phone) থাকে তার সুরক্ষার কথা কখনো ভেবে দেখেছেন? কীভাবে বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করবেন আপনার ফোনটি(Mobile phone)? ফোনকে(Mobile phone) জলে ভেজার হাত থেকে মুক্তির উপায় বা কী? এই সব প্রশ্নের উত্তর নিয়ে GNE BANGLA হাজির করেছে আজকের এই বিশেষ প্রতিবেদন।

জলে যদি আপনার ফোন (Mobile phone) ভিজে যায় তবে ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভেতরের সব কিছু অর্থাৎ ব্যাটারি, সিমকার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের(Mobile phone) কোনো ক্ষতি হবে না। ফোনের ভেতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

সিমকার্ডও বের করে রাখুন। এরপর ফোনের ভেতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিমকার্ড ইনসার্ট করুন। ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।

আরও পড়ুনঃ ধামাকাদার অফার, জলের দরে BSNL প্ল‍্যান নিন, ৪ মাস মন খুলে যা খুশি করুন

ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভেতরের পার্টসগুলো গলে যেতে পারে। এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।

এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ফোনটি চিরতরে খারাপ হওয়া থেকে মুক্তি পেতে পারে। এছাড়াও যদি অন্য কোন উপায় বা পদ্ধতি আপনার জানা থাকে তবে আমাদের Email করে জানাতে পারেন। আমরা আপনার লেখা পোষ্ট করব আমাদের Website এ। লেখা পাঠান newsgne@gmail.com এ। তবে আর দেরি কিসের ৫০০ টি words এর মধ্যে আপনার নাম সহ লেখাটি পাঠিয়ে দিন আমাদের।