বিক্রম ব্যানার্জী: চিনের স্মার্টফোন নির্মাণকারী সংস্থা Oppo খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Reno 13 সিরিজের Oppo Reno 13 এবং 13 pro ভেরিয়েন্ট দুটি। সাম্প্রতিক তথ্য মারফত খবর, দুর্দান্ত প্রসেসর, ভাল মানের আকর্ষণীয় ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরার সাথে বাজারে পা রাখবে Oppo Reno 13 সিরিজের ফোনগুলি। ইতিমধ্যেই মডেলটির লঞ্চের তারিখ ও বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন লিক হয়েছে অনলাইন সাইট গুলিতে।
Oppo Reno 13 series লঞ্চের তারিখ
Oppo Reno 12 সিরিজের পর থেকে 13 সিরিজ কবে আসবে সেই অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছেন অনেকেই। সূত্রের খবর, খুব শীঘ্রই গ্রাহকদের সেই অপেক্ষার অবসান ঘটাবে সংস্থা। টিপস্টার ডিজিটালের Weibo পোস্ট মারফত জানা গিয়েছে, চলতি মাস অর্থাৎ নভেম্বরের 25 তারিখ চিনের বাজারে লঞ্চ হতে পারে Oppo Reno 13 সিরিজের 13 ও 13 pro ফোন দুটি। তবে Reno 13 সিরিজ লঞ্চের নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেনি সংস্থা।
আরও পড়ুন: শীত আসছে, সাবধান! ভুলেও এভাবে ব্যবহার করবেন না গিজার!
Oppo Reno 13 pro series- এর সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রাপ্ত তথ্য অনুযায়ী, Oppo তাদের 13 সিরিজের 13 মডেলটিতে Mediatek Dimensity 8250 চিপসেট এবং 13pro মডেলটিতে Media Tek Dimensity 9300-র চিপসেট ব্যবহার করতে পারে। একই সাথে 13 সিরিজের স্মার্ট ফোনগুলি 6.78 ইঞ্চির 1.5K quad-micro-curved LTPO OLED ডিসপ্লের সাথে আসতে পারে। ডিসপ্লে ছেড়ে ক্যামেরার প্রসঙ্গে আসলে আসন্ন Reno 13 মডেলটিতে 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50MP টেলিফটো লেন্স ও 50MP আলট্রা ওয়াইড লেন্স যুক্ত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেলফির ক্ষেত্রে থাকবে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে 13Pro মডেলটিতে সংস্থা 50MP ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা, 50MP পেরিস্কোপ লেন্স ও 50MP আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেবে। সেলফির জন্য এই স্মার্টফোনে 32MP এর বদলে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি ব্যাটারির ক্ষেত্রে Reno 13 মডেলটিতে 5600 mAh, Li-Po ব্যাটারি ও 13pro স্মার্টফোনটিতে একটি শক্তিশালী 5900 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হতে পারে।
সেই সাথে উভয় ফোনের জন্য থাকবে যথাক্রমে 100W ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। বলা বাহুল্য, Oppo তাদের আসন্ন 13 সিরিজের দুই ভেরিয়েন্টই 12GB+256GB স্টোরেজের সাথে আনতে পারে। তবে Oppo Reno 13Pro মডেলটিতে অতিরিক্ত 12GB এক্সপান্ডেবেল মেমরি সাপোর্ট থাকছে।