OLA e-Bike: দারুণ দামে OLA বাইক, বাঁচবে আপনার পকেট

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

OLA e-Bike: 15 অগস্ট OLA e-Bike এর তিনটি নতুন বাইক লঞ্চ করেছে। OLA e-Bike গুলোতে কী কী ফিচার পাওয়া যায়? কত রেঞ্জ পাওয়া যাবে? কোন দামে কেনা যাবে? সবই জেনে নিন।

উল্লেখ্য, অটো সেক্টরের জন্য অগস্ট মাসটি খুব ভালো। নিত্য নতুন মডেল লঞ্চ করা হচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে একের পর এক প্রস্তুতি। এই কথা মাথায় রেখে ওলা ভারতে নিজেদের প্রথম ইলেকট্রিক বাইকের সিরিজও নিয়ে এসেছে OLA। ওলা ইলেকট্রিক বাইকের(OLA e-Bike) তিনটি মডেল আনা হয়েছে। যার মধ্যে রয়েছে রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো।

OLA e-Bike গুলোতে কী কী ফিচার রয়েছে?

ওলার নতুন ইলেকট্রিক বাইকগুলোতে রয়েছে চমৎকার ফিচার।

ওলা রোডস্টার এক্স(OLA Roadster X): ওলা রোডস্টার এক্স-এ তিনটি ব্যাটারি প্যাক অপশন দেওয়া হয়েছে- 2.5 kWh, 3.5 kWh এবং 4.5 kWh ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। এই বাইকটি 2.8 সেকেন্ডে 0 থেকে 40 পর্যন্ত গতি বাড়াতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 124 কিলোমিটার। একবার চার্জ দিলে এটি 200 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এতে 18 ইঞ্চি অ্যালয় হুইল এবং 4.3 ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে।

ওলা রোডস্টার(OLA Roadster): OLA Roadster-এ 3.5 kWh, 4.5 kWh এবং 6 kWh ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। এই বাইকটি এক চার্জিংয়ে 248 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার দাবি করে। এই বাইকটি 2.2 সেকেন্ডে 0 থেকে 40 পর্যন্ত গতি বাড়াতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 126 কিলোমিটার। এতে রয়েছে 7 ইঞ্চি টাচস্ক্রিন এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল।

ওলা রোডস্টার প্রো(OAL Eoadster Pro): নতুন রোডস্টার প্রো একটি শীর্ষ ভ্যারিয়েন্ট। এই বাইকটিতে একটি 16 kWh ব্যাটারি প্যাক রয়েছে, যা এক চার্জে 579 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এই বাইকটি মাত্র 1.2 সেকেন্ডে 0 থেকে 40 পর্যন্ত ত্বরান্বিত হতে পারে বলে দাবি করা হয়েছে। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 194 কিলোমিটার বলা হয়। 10-ইঞ্চি টাচস্ক্রিন, ADAS-এর মতো বৈশিষ্ট্যও এতে দেওয়া হয়েছে।

কত দামে কিনতে পারবেন?

1) রোডস্টার প্রো শীর্ষ মডেল। এর দাম 8kWh ব্যাটারির জন্য 1,99,999 টাকা এবং 16kWh ব্যাটারির জন্য 2,49,999 টাকা রাখা হয়েছে।

2) রোডস্টারের দাম 2.5kWh ব্যাটারির জন্য 1,04,999 টাকা, 4.5kWh ব্যাটারির জন্য 1,19,999 টাকা এবং 6kWh ব্যাটারির জন্য 1,39,999 টাকা রাখা হয়েছে।

3) রোডস্টার 2.5kWh ব্যাটারির জন্য এর দাম 74,999 টাকা থেকে শুরু হয়।

আরও পড়ুনঃ জাপানের বাজার কাঁপাবে ভারতীয় গাড়ি, শুরু রপ্তানি

এই দামটি বাইকের প্রারম্ভিক মূল্য এবং পরে পরিবর্তন করা হতে পারে। বাইকের বুকিং অনলাইন বা অফলাইন শোরুম থেকে করা যেতে পারে। এর ডেলিভারি 2025 সালের জানুয়ারি থেকে শুরু হবে।