Oben Rorr EV: বাইকে ২৫ হাজার টাকার ছাড়! ১৫ আগস্ট পর্যন্ত অফার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Oben Rorr EV Bike freedon offer: ভারতীয় বাজারে পেট্রোলের দাম যত বাড়ছে, বৈদ্যুতিক গাড়ির চাহিদাও সমান তালে বেড়ে চলেছে। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাইক বাজার কাঁপাচ্ছে এই বৈদ্যুতিক বাইকও। কম খরচের কারণে, বিপুল সংখ্যক মানুষ এই বাইকটি কিনতে পছন্দ করছেন।

এমন পরিস্থিতিতে ভারতীয় ইলেকট্রিক বাইক নির্মাতা ওবেন ইলেকট্রিক আপনার হাজার হাজার টাকা বাঁচানোরও সুযোগ দিচ্ছে। ওবেন আসলে স্বাধীনতা দিবসের অফার দিচ্ছে। কোম্পানি এই বাইকে কত ছাড় দিচ্ছে? কত কমে কিনতে পারবেন?

কতটা ভালো দৌড়োতে পারে Oben Rorr EV?

ওবেনের এই বৈদ্যুতিক বাইকটিতে একটি অত্যন্ত শক্তিশালী মোটর রয়েছে, যা 8 কিলোওয়াট ক্ষমতার এনার্জি উৎপাদন করে। যার উপর তিন বছরের ওয়ারেন্টিও দেওয়া হয়। এই মোটর মাত্র তিন সেকেন্ডে 0-40 কিলোমিটার গতিতে বাইকটিকে এগোতে দেয়। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় 100 কিলোমিটার পর্যন্ত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে বাইকটিতে IP67 রেটিং সহ একটি 4.4 kWh ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি পুরো 80 শতাংশ চার্জ হতে মাত্র দুই ঘণ্টা সময় নেয়। এই 80 শতাংশ চার্জে পুরো 187 কিলোমিটার পর্যন্ত বাইকটি চালানো যায় বলে জানা গিয়েছে।

Oben Rorr EV ফিচারগুলো কতটা অত্যাধুনিক?

এই মুহূর্তে ইলেকট্রিক বাইকের বাজারে প্রতিযোগিতা অনেক বেশি।
Oben এর Rorr ইলেকট্রিক বাইক বাজারে Revolt RV 400 এর মত বাইকের সঙ্গে প্রতিযোগিতা করে। আবার শোনা যাচ্ছে, OLA কোম্পানিও শীঘ্রই বৈদ্যুতিক বাইক লঞ্চ করতে পারে, যার পরে বৈদ্যুতিক বাইক বিভাগে প্রতিযোগিতা আরও শক্ত হয়ে উঠবে। সেই কারণে নিজের বাইকে অত্যাধুনিক ফিচার লাগাতে কোনও কসরত ছাড়েনি Oben।

1) গাড়ি চালানোর জন্য ইকো, সিটি এবং হ্যাভোক মোড দেওয়া হয়েছে।
2) বাইকে অনেক অ্যাপ কানেক্টেড ফিচার দেওয়া আছে, যাতে ব্যাটারির এসওসি, রেঞ্জ ইত্যাদির তথ্য পাওয়া যায়।
3) বাইকটিতে ড্রাইভার অ্যালার্ট সিস্টেম, জিও ফেন্সিং থেফট প্রোটেকশন, 200 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 230 মিমি ওয়াটার ওয়েডিং এর মত ফিচার রয়েছে।
4) কোম্পানিটি বাইকটির ব্যাটারিতে তিন বছর বা 50 হাজার কিলোমিটার ওয়ারেন্টিও দেয়।

কত টাকায় কিনতে পারবেন এই বাইক?

আরও পড়ুনঃ গাড়ির বাজারে ইতিহাস সৃষ্টি করবে Mahindra XUV 500, এক ঝলকেই কুপোকাত হবেন

ওবেন ইলেকট্রিক চলতি মাসে ভারতীয় বাজারে তার বৈদ্যুতিক বাইকগুলিতে সেরার সেরা অফার দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে চলমান এই ফ্রিডম অফারের অধীনে 15 অগস্টের মধ্যে বাইক কেনার জন্য পুরো 25,000 টাকা সাশ্রয় করতে পারবেন। এবার আসল দামের কথা বলতে গেলে, মনে রাখবেন যে ওবেন ইলেকট্রিকের এই বাইকটির দাম 1.50 লক্ষ টাকা। আর 15 অগস্টের অফার অনুযায়ী 25,000 টাকা বাঁচানোর পরে, এটি মাত্র 1.25 লক্ষ টাকা দামে কেনা যাবে।