Google Gemini: ডিসেম্বরেই আসছে Google Gemini-র নতুন অবতার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Google Gemini: খুব শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত Gemini-র নতুন মডেল প্রকাশ করতে চলেছে গুগল। আশা করা হচ্ছে, AI দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে আসন্ন ডিসেম্বরের মধ্যে ব্রান্ড নিউ Gemini AI ফ্লাগশিপ মডেল চালু করতে পারে টেক জায়ান্ট গুগল। একই সাথে Gemini-র দ্বিতীয় ভার্সন Gemini 2.O মডেলটিও লঞ্চ করার কথা ভাবছে সুন্দর পিচাইয়ের(Sundar Pichai) কম্পানি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওপেন এআইয়ের সাথে তুমুল প্রতিযোগিতায় নেমেছে ইলন মাস্কের এক্সএআই, মেটা এআই সহ অ্যানথ্রোপিকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলি। সূত্রের খবর, সকলেই নিজেদের নয়া এআই মডেল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে চমক ধরাচ্ছে গুগল। আসন্ন মাসগুলিতে ওপেনএআই যেখানে তার উত্তরসূরী মডেল GPT-4 আনার কথা ভাবছে সেখানে দাঁড়িয়ে গুগল ডিসেম্বরের মধ্যে Gemini AI এর পরবর্তী সংস্করণ লঞ্চ করার পরিকল্পনায়।

আরও পড়ুনঃ কীভাবে কখন পুজো করবেন, কী কিনলে ভালো, সবই জানুন এখানে

উল্লেখ্য, AI মার্কেটে তীব্র প্রতিযোগিতার মধ্যে প্রতিটি সংস্থাই চাইছে যত দ্রুত সম্ভব তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সংস্করণ বাজারে আনতে। সেই পথে পা বাড়িয়ে সবার প্রথমে Gemini AI এর নয়া অবতার বাজারে লঞ্চ করে দিতে পারে আন্তর্জাতিক সংস্থা গুগল, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের তরফে। আর সেই খাতে গুগলকে নেতৃত্ব দিচ্ছেন ডিপমাইন্ড টেকনোলজিস এআই কোম্পানির প্রধান ডেমিস হাসাবিস।