Mobile Data: ফোন খুললেই সব ডেটা শেষ! ডেটা বাঁচানোর উপায় জেনে নিন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

ফোন খুললেই মোবাইলের ডেটা (Mobile Data) ঝড়ের গতিতে শেষ হয়ে যাচ্ছে! আপনি একা নন! দ্রুত মোবাইলের ডেটা (Mobile Data) শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন অনেকেই। আমাদের বর্তমান ডেটা প্যাকগুলি দৈনিক ১.৫ জিবি থেকে ২ জিবি ডেটা দেয়। কিন্তু অনেক সময়েই দেখা যায় আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব ব্যবহারই করেননি, অথচ ঐ দিনের ৫০ শতাংশ মোবাইল ডেটা (Mobile Data) শেষ! আমরা সাধারণত এর জন্য টেলিকম কোম্পানিগুলিকে দায়ী করি। কিন্তু আমাদের নিজেদের কিছু ছোট ভুলের জন্য এই সমস্যা হয়। জেনে নিন কি করবেন।

১) প্রথমত আপনার মোবাইলের অটো আপডেট অপশন বন্ধ করে রাখুন। এটি অন থাকলে মোবাইলের সফটওয়্যারগুলি নিজে নিজেই আপডেট নিতে থাকে। ফলে অজান্তেই শেষ হয়ে যায় দৈনিক ডেটা।
২) বিভিন্ন অ্যাপের অটো ভিডিও প্লে এবং অটো ডাউনলোড অপশনগুলিও বন্ধ রাখুন। এতে অ্যাপ খুললেই নিজেদের ভিডিও প্লে বা ডাউনলোড বন্ধ হবে৷ শুধুমাত্র প্রয়োজনীয় ভিডিওটি প্লে করুন।
৩) সেটিংসে গিয়ে কোন অ্যাপে কতটা ডেটা খরচ হচ্ছে দেখে নিন। অপ্রয়োজনীয় অ্যাপগুলির ডেটা ব্যবহার বন্ধ করে দিন।

৪) ইউটিউব, ফেসবুক প্রভৃতিতে ভিডিও স্ট্রিমিং লো কোয়ালিটিতে করুন। অনেক সময়েই এগুলো অটো মোডে থাকায় ডেটা খরচ বেশি হয়।
৫) আপনার মোবাইলে ডেটা সেভার মোড অন রাখুন। এতে ব্যাকগ্রাউন্ডে অযথা ডেটা খরচ হবে না৷ শুধুমাত্র খুলে রাখা অ্যাপটিই ডেটা অ্যাকসেস পাবে৷
৬) এছাড়া গুগল ম্যাপ, অনলাইন গেমিং ও অনলাইন শপিং সাইট তথা ই-কমার্স সাইটগুলিতে খুব ডেটা খরচ হয়। একমাত্র প্রয়োজন ছাড়া অযথা এগুলি খুলে বা রাখলে ডেটা খরচ নিয়ন্ত্রিত হবে৷