Low Cost Bike: পকেটে টাকা কম? অল্প দামেও রয়েছে একাধিক বাইক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Low Cost Bike: দেশের বাজারে স্বল্প মূল্যের(Low Cost Bike) অতিরিক্ত মাইলেজওয়ালা বাইকগুলির চাহিদা সর্বদাই থাকে তুঙ্গে। আর সেই চাহিদার কথা মাথায় রেখে আজকের প্রতিবেদনে 60 হাজারেরও কম দামের কিছু টু হুইলারের তালিকা উপস্থাপন করা হলো। যেগুলি দাম ও মাইলজের পাশাপাশি নিজেদের বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত জনপ্রিয়।

TVS XL 100
সবচেয়ে সস্তা এবং দীর্ঘ মাইলেজওয়ালা বাইক গুলির তালিকায় প্রথমেই রয়েছে TVS-এর XL 100 মোপেড। 99.7 সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন বাইকটি প্রতি লিটার পেট্রোলে 53.5 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। 88 কেজি ওজনের এই বাইক 100 কেজি পর্যন্ত পণ্য নিয়ে যাতায়াত করতে সক্ষম। এছাড়াও বাইকটিতে রয়েছে অটোম্যাটিক ট্রান্সমিশনের বিশেষ সুবিধা। স্পোক হুইল এবং 16 ইঞ্চির টায়ার রয়েছে এই গাড়িটিতে। TVS-এর এই মোপেডটির দামের কথা বলতে গেলে TVS XL 100 Heavy Duty মোপেড বাইকের এক্স শোরুম প্রাইস 44 হাজার 999 টাকা। বড় ফুয়েল ট্যাঙ্কযুক্ত এই বাইক লং রুটে ঝড় তুলতে সক্ষম।

Hero HF Deluxe
ভারতের বাজারে দুর্দান্ত পারফরমেন্স এবং অসাধারণ মাইলেজের জন্য জনপ্রিয় Hero-র অন্যতম পরিচিত মডেল HF Deluxe। 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনযুক্ত এই বাইকটি সর্বোচ্চ 8.02 পিএস শক্তি এবং 8.05 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। প্রতি লিটার তেলে এই বাইক 70 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। বাইকটিতে রয়েছে 4 স্পিডের একটি গিয়ার বক্স। 110 কেজি ওজনের এই বাইকে থাকছে হ্যালোজেন, হেডলাইট, টেল লাইট ও টার্ন সিগন্যালের ব্যবস্থা। Hero-র HF Deluxe বাইকটির এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 56 হাজার 207 টাকা থেকে।

lectrix sx25
ভারতের বাজারে সস্তা বাইক গুলির তালিকায় নিজের জায়গা দখল করতে পিছিয়ে নেই ব্যাটারি চালিত টু হুইলার গুলিও। স্বল্পমূল্যের সেইসব ব্যাটারিচালিত টু হুইলার গুলির মধ্যে জনপ্রিয় একটি হলো lectrix sx25। 1.4 Kwh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এবং BLDC মোটর চালিত এই ইলেকট্রিক স্কুটিটি একবার চার্জে 60 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। একই সঙ্গে 250 W মোটর চালিত এই বাইকটি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে সক্ষম। ইলেকট্রিক স্কুটটির দু-চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। দেশের বাজারে বাইকটির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 55 হাজার 999 টাকা থেকে।

আরও পড়ুনঃ সস্তায় চারচাকা! কম বাজেটে সেরা ৩টি গাড়ির হালহকিকত

TVS sport 110
দুর্দান্ত মাইলেজ এবং অসাধারণ সব ফিচার্সের জন্য দেশের বাজারে তুমুল জনপ্রিয়তা পেয়েছে TVS কোম্পানির Sport মডেলের বাইকটি। 109.7 সিসির উচ্চ ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন বাইকটিতে রয়েছে 10 লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক। প্রতি লিটার পেট্রোলে এটি সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এছাড়াও বাইকটিতে রয়েছে 4 স্পিডের ম্যানুয়াল গিয়ার বক্স। 112 কেজি ওজনের এই বাইকের দাম (এক্স-শোরুম প্রাইস) শুরু হচ্ছে 59 হাজার 881 টাকা থেকে। স্বল্পমূল্যে যাতায়াত, নিজের যাবতীয় কাজ এবং মধ্যবিত্তের বাইকের স্বপ্ন পূরণ করতে TVS কোম্পানির এই বাইক সবার প্রথমে জায়গা করে নিয়েছে।