Kinetic Green E-Luna X2: মাত্র ৮০ হাজার টাকায় চোখ ধাঁধানো স্টাইলিশ স্কুটার, এক্ষুনি বুক করুন

Published On:

রাজীব ঘোষ: নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় ধীরে ধীরে মানুষ ইলেকট্রিক গাড়ির প্রতি আগ্রহী হচ্ছেন। ফলে ইলেকট্রিক গাড়ির বাজারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রিক বাইকের দুনিয়ায় একের পর এক কোম্পানি নতুন নতুন স্কুটি লঞ্চ করছে। এবার Kinetic Green E-Luna X2 নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। যাতে আপডেটেড ফিচারসহ নতুন ভার্সন রয়েছে।

Kinetic Green E-Luna X2 ইলেকট্রিক স্কুটারটি ১ লাখ টাকারও কম দামের মধ্যে ভারতের বাজারে পাওয়া যাবে। নতুন ফিচার নিয়ে আপডেটেড টেকনোলজির সঙ্গে কাইনেটিক গ্রীন এই ইলেকট্রিক স্কুটারটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এতে ২ কিলোওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, তার সঙ্গে শক্তিশালী ১.২ কিলোওয়াট এর একটি মোটর রয়েছে। যাতে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম এই ইলেকট্রিক স্কুটার।

শুধু তাই নয়, একবার চার্জ দিলেই Kinetic Green E-Luna X2 স্কুটারটি ১১০ কিলোমিটার রেঞ্জ তুলতে সক্ষম। নতুন ফিচারস এনেছে কাইনেটিক গ্রীন। এতে এলইডি লাইট, ডিজিটাল স্পিডোমিটার, টিউবলেস টায়ার, ইউ এস বি চার্জিং সাপোর্ট, হাই কোয়ালিটি স্টিল সহ একাধিক নতুন ভার্সন নিয়ে এসেছে Kinetic Green

আরও পড়ুনঃ Bajaj Blade Electric: বাজাজের নয়া স্কুটার, এক চার্জেই ছুটবে ১৫০ কিলোমিটার

এবার প্রশ্ন হল, Kinetic Green E-Luna X2 Electric স্কুটারের দাম কত হতে পারে? ভারতের বাজারে ১ লাখ টাকারও কম দামে এই স্কুটার পেতে চলেছেন বাইকপ্রেমীরা। মাত্র ৭৯ হাজার ৯০০ টাকায় মিলবে এই Kinetic Green Electric Scooter.