IQOO 10 Series: বাজারে আসছে IQOO 10 সিরিজ! ফাঁস একাধিক স্পেসিফিকেশন

Last Updated:

IQOO 10 Series: চিনা স্মার্টফোন(China Smartphone) নির্মাতা সংস্থা IQOO খুব শীঘ্রই তাদের Neo 10 সিরিজ বাজারে আনতে পারে। সাম্প্রতিক তথ্য মারফত খবর, আগামীকাল অর্থাৎ বুধবারই চিনের বাজারে লঞ্চ হতে চলেছে IQOO 13 সিরিজ। ফলত আশা করা যায় ভারতীয়(India) গ্রাহকদের জন্য যত দ্রুত সম্ভব নতুন কোনও অবতার নিয়ে আসবে সংস্থা। আর সেই নয়া অবতার হিসেবে ভারতের বাজার কাঁপাতে লঞ্চ হতে পারে Neo 10 সিরিজ। আশা করা হচ্ছে আগামী মাস অর্থাৎ নভেম্বরের মধ্যে এই সংক্রান্ত ঘোষণা করবে IQOO।

কবে লঞ্চ হবে IQOO 10 সিরিজ?
চিনা মাধ্যম Weibo আসন্ন IQOO 10 সিরিজের টাইমলাইন সম্পর্কে জানিয়েছে। এছাড়াও টিপস্টার ডিজিটালের তথ্য অনুযায়ী, দিওয়ালির আগে না হলেও নভেম্বরের মাঝ বরাবর কিংবা শেষের দিকে IQOO 10 সিরিজের ফোন গুলি বাজারে লঞ্চ করতে পারে সংস্থা। IQOO 10 সিরিজ সম্পর্কে আরও এক সংস্থা জানিয়েছে, 10 সিরিজের ফোনগুলি সম্ভবত ডিসেম্বরের মধ্যেই লঞ্চ হবে। তবে ঠিক কবে নাগাদ সংস্থা তাদের নতুন অবতার বাজারে আনবে সেই বিষয়ে কোম্পানির তরফে স্পষ্ট কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে আশা করাই যায়, চলতি বছর শেষের আগেই বাজারে পা রাখবে IQOO 10 সিরিজের ফোনগুলি।

আরও পড়ুনঃ মেয়েদের জন্য বাজারে নতুন সঙ্গী TVS Ntorq 125! এর ফিচার অতুলনীয়

IQOO Neo 10 ও 10 pro স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
বিভিন্ন লিক ও সংবাদ মাধ্যম মারফত পাওয়া তথ্য অনুযায়ী, সংস্থা তাদের 10 সিরিজের iQOO Neo 10 স্মার্টফোনটিতে ফ্লাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করতে পারে। একই সাথে iQOO Neo 10 pro সিরিজে Qualcomm প্রসেসরের বদলে থাকতে পারে একটি ব্র্যান্ড নিউ MediaTek Dimensity 9400 প্রসেসর। এখানেই শেষ নয়, Neo 10 এবং 10 Pro দুই ভেরিয়েন্টেই থাকছে 6,000mAh এর শক্তিশালী ব্যাটারি এবং 100W ফার্স্ট চার্জিং সাপোর্ট। একই সঙ্গে IQOO 10 সিরিজে ব্যবহার করা হতে পারে 1.5K AMOLED ডিসপ্লে। সর্বশেষ তথ্য অনুযায়ী, IQOO তাদের দুই স্মার্টফোনে OriginOS 5 সহ Android 15 এর সুবিধা রাখবে বলেই খবর।