Instagram: ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে লাইভ লোকেশন ফিচার আনল ইন্সটাগ্রাম, সঙ্গে রয়েছে আরও এক চমক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: মেটার অধীনে আসার পর থেকেই নতুন নতুন ফিচার্সে সেজে উঠছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম(Instagram)। চলতি বছরেও সেই নিয়মের অন্যথা হয়নি। একাধিক অত্যাধুনিক ফিচার যোগ করে ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম(Instagram) ব্যবহারকারীদের একাধিক সুবিধার জায়গা তৈরি করে দিয়েছে জুকারবার্গ সংস্থা। সম্প্রতি ইনস্টাগ্রামে আরও এক অত্যাধুনিক ফিচার যোগ করল মেটা। এবার থেকে পরিবারের সাথে ঘুরতে গিয়ে কিংবা বন্ধুদের সাথে দূরের গন্তব্য পাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনও ভাবে দলছুট হয়ে গেলে ইনস্টাগ্রামের(Instagram) মাধ্যমে নিজের লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। এছাড়াও রয়েছে ডিফল্ট মেসেজের অপশন।

ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে লাইভ লোকেশন লেনদেন করার পাশাপাশি ডিফল্ট মেসেজ শেয়ার করার মত 300-রও বেশি স্টিকারের ফিচার নিয়ে এসেছে মেটা। সংস্থাটি জানিয়েছে, ইনস্টাগ্রামের নতুন লাইভ লোকেশন ফিচারটির মাধ্যমে টানা 1 ঘন্টারও বেশি সময় পর্যন্ত লোকেশন অ্যাকটিভ থাকবে। পাশাপাশি নিরাপত্তার জন্য এই লাইভ লোকেশন মেসেজটি শুধুমাত্র প্রাইভেট মেসেজে থাকা ঘনিষ্ঠ ব্যক্তিদেরই দেখাবে। ব্যবহারকারীর নির্ধারিত চ্যাট বক্স ছাড়া আর কোথাও সেটি শেয়ার বা ফরোয়ার্ড করা যাবে না। সংস্থা সূত্রে খবর, নয়া নিকনেইম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধুর ডাকনাম যোগ করে নিজেদের অভিজ্ঞতাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন।

লাইভ লোকেশন ফিচারটি ডিফল্টভাবে বন্ধ হয়। এটি চালু হয়ে গেলে প্রতিটি চ্যাট বক্সের ওপরে থাকা ‘ইউ আর শেয়ারিং ইয়োর লোকেশন’ নামক নোটিফিকেশন শো হবে। এই ফিচার বন্ধ করতে চাইলে প্রয়োজনমত ম্যানুয়ালি এটি বন্ধ করা যায়। অন্যদিকে মজার ছলে কাছের বন্ধুকে ডাকনাম দিতে চাইলে নিকনেইম ফিচারটি আপনার কাজে আসতে পারে। সহজে নির্দিষ্ট বন্ধুকে চেনার ক্ষেত্রে এই ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। বলা বাহুল্য, নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রে সেট করা নিকনেইম শুধুমাত্র ওই চ্যাট বক্সেই দেখানো হবে। ইনস্টাগ্রাম ওই নাম অন্য কোথাও ফরোয়ার্ড করবে না। এই ফিচার চালু করতে হলে যেকোনও চ্যাট বক্সের ওপরে থাকা নিকনেইম অপশনটিতে ক্লিক করলেই বর্তমান নাম পরিবর্তন করে পছন্দসই নাম রাখা যাবে।

আরও পড়ুন: সোমবারই জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়! ইডি-র ব্যর্থতাকে সামনে এনে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের